সাইনবোর্ড ময়লার স্তুপ গড়ে উঠেছে বাজারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে
বাগেরহাট কচুয়া,
নিজস্ব প্রতিনিধি,
কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকার "সাইনবোর্ড নতুন আরতের পিছনে" নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। একসময় যেখানে স্পষ্টভাবে লেখা ছিল, “এই জায়গায় কোনো ধরনের ময়লা/আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষেধ”, আজ সেই সতর্কবার্তাটিও সরিয়ে ফেলা হয়েছে।
এর ফলে ওই স্থানটিতে এখন গড়ে উঠেছে বড় একটি ময়লার স্তূপ। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পলিথিন, প্লাস্টিক, বোতলসহ বিভিন্ন ধরনের কঠিন বর্জ্য। এইসব আবর্জনা আশপাশের ডোবার পানিতে গিয়ে মিশে যাচ্ছে, যার ফলে পানি হচ্ছে দূষিত এবং বাতাসে ছড়াচ্ছে দুর্গন্ধ।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় এই সমস্যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। স্থানীয় দোকানদার ও বাজারে আসা সাধারণ মানুষজন বলছেন, তারা চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাদের দাবি দ্রুত এলাকাটি পরিষ্কার করতে হবে এবং প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ আর নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলতে সাহস না পায়।
এ জাতীয় আরো খবর...