পারভিন আক্তার : নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
২১ অক্টোবর রোজ মঙ্গলবার, বেলা তিন ঘটিকার সময়, এসি ধর রোড কালিবাজার নারায়ণগঞ্জে ,পূর্ণিমা জুয়েলার্স থেকে, তিনটি স্বর্ণের চেইন, যাহার অনুমানিক ওজন, আড়াই ভরি, নিয়ে আরাফাত , পিতা জহিরুল, তোর লাগেরেজ বাসা, একটি যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার সময়, ৪৮ সিরাজদুল্লাহ রোড কালিবাজার, কুমুদিনি গেটের ভিতরে জনসাধারণের তাকে ধরে , পূর্ণিমা জুয়েলার্স এর মালিকপক্ষর নিকট হস্তান্তর করেন,
পূর্ণিমা জুয়েলার্সের মালিক, মোহাম্মদ আরাফাত কে তাহার দোকানের ভিতরে, প্রায় তিন ঘণ্টা আটকিয়ে রাখে,
তালাশ বিডি প্রতিনিধি, মোহাম্মদ নাজির খান, ট্রিপল নাইনে ফোন দিয়ে, পুলিশকে জানালে তৎক্ষণি পুলিশ হাজির হইলে, পূর্ণিমা জুয়েলার্সের মালিক শ্যামল দাস, পুলিশ এর কর্মকর্তার সাথে উক্ত বিষয়ে কথা বলতে নারাজ, এমনকি পূর্ণিমা জুয়েলার্সের মালিকের নাম কোন কিছু পুলিশের এস আই, এর নিকট তারা জানাতে অপরতা স্বীকার করেন,
পুলিশ কিছুক্ষন অপেক্ষা করে,
ফেরত চলে যান নারায়ণগঞ্জ থানায়,
পূর্ণিমা জুয়েলার্স এর মালিক শ্যামল দাস জানান, উক্ত বিষয়ে আমাদের সংগঠনের থেকে সিদ্ধান্ত মোতাবেক কাজ করবেন,
পূর্ণিমা জুয়েলার্সের মালিক ছিনতাইকারী মোঃ আরাফাত কে, তাহার দোকানের ভিতরে নিয়ে, এলোপ্যাথি ভাবে মারধর করেন,
পুলিশে হাতে না দিয়ে, তাহারা নিজেরাই উক্ত বিচারকে হাতে নিয়ে কাজ করতে থাকেন,
এটা আইনের বহিরাগত, উক্ত বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি,
পাশাপাশি পূর্ণিমা জুয়েলার্সের মালিক শ্যামল দাস সহ, স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের, সভাপতি বিশ্বনাথ পোদ্দার, সাধারণ সম্পাদক স্বপন দাস সহ সকলকে,পূর্ণিমা জুয়েলার্সের, ছিনতাই এর সকল বিষয়ে অবগত করা হোক।
মালিক উক্ত বিষয়ে পুলিশের সাথে কথা বলতে নারাজ প্রকাশ করেন,
পূর্ণিমা জুয়েলার্স এর মালিক শ্যামল দাস জানান, ছিনতাই কারীর সকল বিষয়ে সংগঠনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন ,
পূর্ণিমা জুয়েলার্স এর মালিক শ্যামল দাস স্বর্ণালংকারের সংগঠনের ,সভাপতি বিশ্বনাথ পোদ্দার ,সাধারণ সম্পাদক স্বপন দাস আইনকে অমান্য করে, ছিনতাইকারীকে পুলিশের হেফাজতের না দিয়ে, নিজেরাই বিচার করেন, ছিনতাইকারীকে দোকানের ভিতরে,লাঠি সোটা দিয়ে, প্রচন্ড আঘাত করেন লোকজন নি,
এ বিষয়ে অধ্য এলাকার চলমান জনগণ, ক্ষুব্ধ প্রকাশ করেন,
সংবাদ লেখা পর্যন্ত আইনি কোন সহযোগিতা পূর্ণিমা জুয়েলার্স এবং স্বর্ণ অলংকারের সংগঠন নেন নি।
,
এ জাতীয় আরো খবর...