দেবাশীষ কুমার দাস, রিপোর্টার, নওগাঁ
ফ্রেন্ডস প্যানেল, নওগাঁ এর উদ্যোগে সামাজের দারিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের কম্বল বিতারণ করেন।
শুক্রবার( ৯ জানুয়ারি) বিকাল ৪ টায় মুকবধি বোবা স্কুল, পার-নওগাঁ, নওগাঁ আয়োজন করেন। ফ্রেন্ডস প্যানেলে পক্ষে থেকে মোট ১৫০০ কম্বল বিতারণ করেন।
ফ্রেন্ডস প্যানেলের সাধারণ সম্পাদক আলি হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফ্রেন্ডস প্যানেল উপদেষ্টা. মানুষ চৌধুরী, বলেন১৭৩ সপ্তাহ যাবত এক টাকায় এক বেলা পেট ভরে খাবারের প্রোগ্রাম করে আসছি। মানবতার দেওয়াল নওগাঁতে প্রথম ফ্রেন্ডস প্যানেলে করা।
২০১৬ সাল থেকে বৃক্ষরোপণ এর মত সামাজিক কর্মকান্ড ফ্রেন্ডস প্যানেল করে আসছে। ১ টাকায় এক প্যাকেট ফল বিতরণ। ১০ টাকার ঈদের বাজার। ১০ টাকার পূজার বাজার। এতিম বাচ্চা-কাচ্চাদের জন্য ঈদের জামা কাপড়। অসহায় মানুষদের জন্য বস্ত্র বিতরণ। অসুস্থ মানুষদের পাশে দাঁড়ানো।
ফ্রেন্ডস প্যানেলে সাধারণ সম্পাদক আলি হোসেন বলেন ,আজ ফ্রেন্ডস প্যানেল,নওগাঁ এর ১ টাকায় ১ টি কম্বল সহ আর বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কাজ করে আসছে আজ তারা ১৫০০ টি কম্বল বিতারন করেছে ৮০০ টি কম্বল তারা উপস্থিত মানুষের মাঝে বিতরন করে আর বাকি ৭০০ টি কম্বল পথশিশু, বৃদ্ধ, গৃহহীন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন
এ জাতীয় আরো খবর...