মঞ্জুরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির পুরাতন বাস স্টেশন এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস ও পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার ভোররাত পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাস স্টেশন এলাকার খাগড়াছড়ি ও বান্দরবান বাস কাউন্টার সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পাশে পার্কিং করে রাখা তিনটি দূরপাল্লার যাত্রীবাহী বাস পুরোপুরি পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসগুলোর নম্বর হলো— চট্ট মেট্রো-জ-০৪-০১১৮, চট্ট মেট্রো-জ-০০৬২ এবং চট্ট মেট্রো-জ-০৪-০০১৪।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে ছোটনের জেনারেটর দোকানের ২৫ লক্ষাধিক টাকা, দীন ইসলামের ফার্নিচার কারখানার ১৫ লক্ষাধিক টাকা, বেলালের বাসের ব্যাটারি ও ওয়ারিং দোকানের ৫ লক্ষাধিক টাকা এবং জাহাঙ্গীরের বেতের গোডাউনের ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও দোকানগুলোতে থাকা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও রক্ষা করা সম্ভব হয়নি। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত দোকানগুলো রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর সমিতির জায়গায় অবস্থিত ছিল।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই দোকান ও যানবাহনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় পুরো এলাকায় শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে
রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মুরশেদুল ইসলাম জানান, "ভোর ৩টা ৫৫ মিনিটে আমরা আগুনের খবর পাই এবং তাৎক্ষণিক অভিযানে নামি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফার্নিচার দোকানের কোনো কর্মচারীর জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত কারণ নিশ্চিত হওয়া যাবে।
ভোরবেলা বাসগুলো খাগড়াছড়ি ও বান্দরবান রুটে ছেড়ে যাওয়ার জন্য রোটেশন অনুযায়ী কাউন্টারের সামনে রাখা ছিল বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাস শ্রমিকরা। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর...