নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : ইউসুফ হোসেন
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফ্যাসিস্ট সরকারের সময়ে যোগদানকৃত উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা হুমায়ন কবিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও নাটোরের জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সমাজ ও রাষ্ট্রের পক্ষে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। কিন্তু হুমায়ূন কবির নলডাঙ্গা উপজেলার স্থানীয় বাসিন্দা হওয়ায়, বিগত আওয়ামীলীগ সরকারের সময় থেকে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে অশোভন আচরণ ও গুরুত্বপূর্ণ সরকারি চিঠিপত্র, নোটিশ, আমন্ত্রণ পত্র প্রেসক্লাবের সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিকট হস্তান্তর না করে, তার নিজস্ব পছন্দের ব্যাক্তিদের নিকট হস্তান্তর করে আসছেন।
উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের দাবি এই কর্মকাণ্ড সম্পূর্ণভাবে সরকারি নীতিমালা ও প্রশাসনিক শৃংখলা পরিপন্থী। অভিযোগে আরও উল্লেখ করা হয়, নলডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য তালিকায় ২৪ নাম্বারে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নাম স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকা সত্বেও ঐ কর্মকর্তা নিয়মিত ভাবে উপজেলা প্রেসক্লাব প্রতিনিধিদের সভায় অংশগ্রহনের সুযোগ থেকে বঞ্চিত করে আসছেন। ফলে স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় অত্র প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের অংশগ্রহন ব্যাহত হচ্ছে।
এমতাবস্থায় অভিযোগকারী পক্ষ সংশ্লিষ্ট বিষয় তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও নাটোরের জেলা প্রশাসকের মোবাইলে একাধিকবার ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ জাতীয় আরো খবর...