মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল , বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী এলাকার দৌলতপুর ফাজিল কার হাট এলাকায় চট্টগ্রাম শহর থেকে আসা মোটরসাইকেল আরোহী আনোয়ারা ঝিওরী গ্রামের মোহাম্মদ আলী আব্বাস নামের মোটরসাইকেল আরোহী নিহত। গতকাল জুমাবার আনুমানিক সকাল ৬টা ৩০ মিনিটের সময় কক্সবাজারগামী এক অজ্ঞাতনামা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায়।
নিহত আলী আব্বাস এর বাড়ি আনোয়ারা উপজেলার ৬ নং বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামে। সে মরহুম গোলাম শরীফের বাড়ির মোহাম্মদ মুছার দ্বিতীয় সন্তান। নিহত আলী আব্বাসের বয়স (২৮)।
সূত্রে জানা যায়, নিহত আলী আব্বাস (২৮) চট্টগ্রাম শহর থেকে আনোয়ারা যাওয়া পথে ফাজিলকার হাট এলাকায় বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশও গাড়ি জব্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে লাশটি আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের হাতে বুঝিয়ে দেওয়া হয়। গাড়িটি শনাক্ততের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
এ জাতীয় আরো খবর...