বকশীগঞ্জ প্রতিনিধি আলী মজনু বাবু
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলায় কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজের অধ্যক্ষ মো: বজলুর রশিদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিনি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজুর ইউনিয়নের কৃতি সন্তান। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
অধ্যক্ষ মো: বজলুর রশিদের সুযোগ্য নেতৃত্বে কাকিলাকুড়া মালেকুননিসা হজরত আলী কলেজে শিক্ষা কার্যক্রমে এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। শৃঙ্খলাপূর্ণ একাডেমিক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং ধারাবাহিক ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি উপজেলায় একটি আদর্শ কলেজ হিসেবে সুনাম অর্জন করেছে।এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ ও গর্ব প্রকাশ করে অধ্যক্ষ মো: বজলুর রশিদকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে কলেজটি ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে।
এ জাতীয় আরো খবর...