আল মাহমুদ প্রিন্স খুলনা
খুলনার রূপসায় আব্দুল বাছেদ বিকুল নামে যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাগমারা গ্রামস্থ কদতলা নামক মাঠে এ হত্যার ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, একটি সন্ত্রাসী গ্রুপের ক্যাডার ও আঃ আওয়ালের ছেলে বিকুল দীর্ঘদিন বাগমারা গ্রামের বিভিন্ন বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। শনিবার রাতে তিনি গ্রামস্থ কদতলা মাঠে বন্ধুদের সাথে পিকনিক করছিলেন। আনুমানিক ১টার দিকে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় থানা পুলিশ বিকুলের স্ত্রীসহ সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এ জাতীয় আরো খবর...