06 November 2025 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ। কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী যশোর ৪ আসনের বিএনপির বাঘারপাড়া মনোনয়ন পেলেন ইন্জিনিয়ার আইয়ুব মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষে এমপি প্রার্থী হতে চান শীর্ষে হেভিওয়েট বাট্টাজোরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা! ২০২৫ এ ফলাফল সংক্রান্ত মত বিনিময় সভা! জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নির্বাচন করবেন এম. রশিদুজ্জামান মিল্লাত নারায়ণগঞ্জের ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নাম প্রকাশ আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে, ফ্রি চাউল বিতরণ অনুষ্ঠান, প্রবাস বাংলা মিডিয়ার কুয়েত কার্যকরী পরিষদ পূর্ণগঠন গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন। স্বামী সাব্বিরের নির্যাতনে, স্ত্রী মিম খুন! আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে শুভ উদ্বোধন, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম এর রাজশাহী সফর - হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত "জীবন" চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

মুসলিমদের ওপর শত্রুদের আধিপত্যের প্রকৃত কারণ কি

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

মুসলিমদের ওপর শত্রুদের আধিপত্যের প্রকৃত কারণ কি?

লেখক ডঃ আবু বক্কর জাকারীয়া,

প্রকাশ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪,


শাইখ আল-আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আজকের মুসলিমরা—দুঃখজনক হলেও সত্য—যা যা বিপদে পড়েছে, 
আল্লাহর বাণী অনুযায়ী তাই হয়েছে, মহান আল্লাহ বলেন,
﴿بِمَا كَسَبَتْ أَيْدِيهِمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ﴾
“তাদের হাতের উপার্জনের কারণে (বিপদ এসেছে), আর অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দেন।
আজকের মুসলিমরা তাদের দীন থেকে কেবল কিছু বাহ্যিক ও আকারগত বিষয় জানে, অথচ তারা ইসলামের বাস্তব সত্য থেকে পুরোপুরি দূরে সরে গেছে।
[সিলসিলা আল-হুদা ওয়ান নূর, টেপ : ৫২৭]

শাইখুল ইসলাম ইবনু তায়মিয়া রহিমাহুল্লাহ বলেন,
এই বিদআতসমূহ এবং এ জাতীয় ইসলাম-বিরোধী মন্দ কাজগুলোর কারণে আল্লাহ শত্রুদেরকে মুসলিমদের উপর আধিপত্য দান করেছেন।
আল্লাহ বলেছেন,
{وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُۥۤ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ (٤٠) ٱلَّذِينَ إِن مَّكَّنَّـٰهُمۡ فِى ٱلۡأَرۡضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡا۟ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَـٰقِبَةُ ٱلۡأُمُور (٤١)}
“আর অবশ্যই আল্লাহ তাঁর সাহায্যপ্রার্থীদের সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। তারা হলো সেইসব লোক, যাদেরকে যদি আমরা জমিনে ক্ষমতা দিই, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই।
[সূরা আল-হাজ্জ : ৪০-৪১]
[মাজমূআ আল-ফাতাওয়া, ১২/৫১১]
আল্লাহ তা’আলা আরও বলেন,
{فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَاتِۖ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیࣰّا (٥٩) إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَـٰلِحࣰا فَأُو۟لَـٰۤىِٕكَ یَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا یُظۡلَمُونَ شَیۡـࣰٔا (٦٠)}
“তাদের পর এমন উত্তরসূরী এলো যারা নামাজ নষ্ট করল এবং খাহেশ-খেয়াল অনুসরণ করল। অতএব তারা অচিরেই গোমরাহির শাস্তির সম্মুখীন হবে। তবে যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে—তারা জান্নাতে প্রবেশ করবে এবং সামান্যতমও বঞ্চিত হবে না।
[সূরা মারইয়াম : ৫৯-৬০]

শাইখ ইবনু বায রহিমাহুল্লাহ বলেন,
সালাত ইসলামের স্তম্ভ, শাহাদাতের পর সবচেয়ে বড় ফরজ। যে সালাত ছেড়ে দেয়, সে কাফির হয়ে যায়—আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এ থেকে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“আমাদের সাথে তাদের মধ্যে পার্থক্যের অঙ্গীকার হলো সালাত। যে সালাত ছেড়ে দেয়, সে কাফির হয়ে যায়।”
আরও বলেছেন,
“মানুষ আর কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া।

সালাত ছেড়ে দেওয়ার পরিণতি: দুনিয়ায় দুঃখ-কষ্ট, আখিরাতে শাস্তি, শত্রুর মুখোমুখি হলে পরাজয়। কারণ আল্লাহর সাহায্য আসে তাঁর দীনের আনুগত্যের মাধ্যমে। সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া।
সালাত কায়েম করা, তা রক্ষা করা ও জামাতে আদায় করা হলো বিজয়, সাহায্য ও সুখের কারণ। যে জামাত থেকে পিছিয়ে গিয়ে ঘরে সালাত পড়ে, সে গোনাহগার এবং মুনাফিকদের সাথে সাদৃশ্য রাখে। তাই মুসলিমদের অবশ্যই জামাতে সালাত আদায় করতে হবে।
[ফাতাওয়া আল-দুরুস, প্রশ্ন : ৩৯৮৪]

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলেন,
আল্লাহ বলেন,
{وَلَوْ قَاتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوَلَّوُا ٱلۡأَدْبَارَ ثُمَّ لَا یَجِدُونَ وَلِیࣰّا وَلَا نَصِیرࣰا ۝ سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِی قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِیلࣰا}
“যদি কাফিররা তোমাদের সাথে যুদ্ধ করত, তবে তারা অবশ্যই পশ্চাদপসরণ করত। আর তারা কোনো সহায় ও সাহায্যকারী পেত না। এটি আল্লাহর পূর্বনির্ধারিত নিয়ম, যা আগে থেকেই চলে আসছে। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না।”
[সূরা আল-ফাতহ : ২২-২৩]
যেখানেই কাফিররা প্রাধান্য পায়, তা মুসলিমদের গুনাহের কারণেই হয়ে থাকে, যা তাদের ঈমানকে দুর্বল করেছে। যখন তারা তাওবা করে এবং ঈমান পূর্ণ করে নেয়, তখন আল্লাহ তাদের সাহায্য করেন।
আল্লাহ বলেন:
{وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلۡأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ}
“তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না। আর যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই শ্রেষ্ঠ।
[সূরা আলে ইমরান : ১৩৯]
আরও বলেছেন:
{قُلْ هُوَ مِنْ عِندِ أَنْفُسِكُمْ}
“বল: এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে।
[সূরা আলে ইমরান : ১৬৫]
[আল-জাওয়াব আস-সহীহ, ৬/৪৫০]

ইমাম ইবনু কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন,
যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে প্রথমে জিহাদ করবে না—যাতে সে আল্লাহর হুকুম মানে এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে—সে বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে পারবে না।
কীভাবে সম্ভব, যে তার ভেতরের শত্রু—তার নফস—তাকে জয় করে নিয়েছে, সে বাহ্যিক শত্রুর মোকাবিলা করবে! তাই আগে নফসকে জিহাদ করতে হবে, এরপরই বাইরের শত্রুর মোকাবিলা সম্ভব।
[যাদুল মা‘আদ, ৩/৮-৫]

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলেন
মুসলিমদের মধ্যে দুর্বলতা দেখা দিলে এবং শত্রুরা শক্তিশালী হয়ে উঠলে তা তাদের গুনাহ ও অন্যায়ের কারণেই হয়ে থাকে।
হয় তারা আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করেছে, প্রকাশ্যে বা গোপনে।
অথবা তারা সীমালঙ্ঘন করেছে, প্রকাশ্যে বা গোপনে।
আল্লাহ বলেন:
{إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمۡ يَوْمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّیۡطَـٰنُ بِبَعۡضِ مَا كَسَبُوا۟}
“যেদিন দুই বাহিনী মুখোমুখি হয়েছিল, যেসব লোক তোমাদের মধ্য থেকে পিছিয়ে গিয়েছিল, শয়তান তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পা ফসকাতে বাধ্য করেছিল।”
[সূরা আলে ইমরান : ১৫৫]
আরও বলেন:
{قُلْ هُوَ مِنْ عِندِ أَنْفُسِكُمْ}
“বল: এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে।
[সূরা আলে ইমরান : ১৬৫]
আল্লাহ আরও বলেন:
{وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُۥۤۚ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ (٤٠) ٱلَّذِينَ إِن مَّكَّنَّـٰهُمۡ فِى ٱلۡأَرۡضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡا۟ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَـٰقِبَةُ ٱلۡأُمُور (٤١)}
“আর অবশ্যই আল্লাহ তাঁর সাহায্যপ্রার্থীদের সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। তারা হলো সেইসব লোক, যাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দিই, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই।
[সূরা আল-হাজ্জ : ৪০-৪১]
[মাজমূআ আল-ফাতাওয়া, ১১/৬৪৫]

শাইখ আল-আলবানী রহিমাহুল্লাহ বলেন,
আজকের মুসলিমরা—দুঃখজনক হলেও সত্য—যা যা বিপদে পড়েছে, আল্লাহর বাণী অনুযায়ী তাই হয়েছে:
﴿بِمَا كَسَبَتْ أَيْدِيهِمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ﴾
“তাদের হাতের উপার্জনের কারণে (বিপদ এসেছে), আর অনেক কিছু আল্লাহ ক্ষমা করে দেন।”
আজকের মুসলিমরা তাদের দীন থেকে কেবল কিছু বাহ্যিক ও আকারগত বিষয় জানে, অথচ তারা ইসলামের বাস্তব সত্য থেকে পুরোপুরি দূরে সরে গেছে।
[সিলসিলা আল-হুদা ওয়ান নূর, টেপ : ৫২৭]

শাইখুল ইসলাম ইবনু তায়মিয়া রহিমাহুল্লাহ বলেন,
এই বিদআতসমূহ এবং এ জাতীয় ইসলাম-বিরোধী মন্দ কাজগুলোর কারণে আল্লাহ শত্রুদেরকে মুসলিমদের উপর আধিপত্য দান করেছেন।
আল্লাহ বলেছেন,
{وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُۥۤ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ (٤٠) ٱلَّذِينَ إِن مَّكَّنَّـٰهُمۡ فِى ٱلۡأَرۡضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡا۟ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَـٰقِبَةُ ٱلۡأُمُور (٤١)}
“আর অবশ্যই আল্লাহ তাঁর সাহায্যপ্রার্থীদের সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। তারা হলো সেইসব লোক, যাদেরকে যদি আমরা জমিনে ক্ষমতা দিই, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই।
[সূরা আল-হাজ্জ : ৪০-৪১]
[মাজমূআ আল-ফাতাওয়া, ১২/৫১১]
আল্লাহ তা’আলা আরও বলেন,
{فَخَلَفَ مِنۢ بَعۡدِهِمۡ خَلۡفٌ أَضَاعُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّبَعُوا۟ ٱلشَّهَوَاتِۖ فَسَوۡفَ یَلۡقَوۡنَ غَیࣰّا (٥٩) إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَـٰلِحࣰا فَأُو۟لَـٰۤىِٕكَ یَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا یُظۡلَمُونَ شَیۡـࣰٔا (٦٠)}
“তাদের পর এমন উত্তরসূরী এলো যারা নামাজ নষ্ট করল এবং খাহেশ-খেয়াল অনুসরণ করল। অতএব তারা অচিরেই গোমরাহির শাস্তির সম্মুখীন হবে। তবে যারা তাওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকাজ করেছে—তারা জান্নাতে প্রবেশ করবে এবং সামান্যতমও বঞ্চিত হবে না।
[সূরা মারইয়াম : ৫৯-৬০]

শাইখ ইবনু বায রহিমাহুল্লাহ বলেন,
সালাত ইসলামের স্তম্ভ, শাহাদাতের পর সবচেয়ে বড় ফরজ। যে সালাত ছেড়ে দেয়, সে কাফির হয়ে যায়—আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এ থেকে।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“আমাদের সাথে তাদের মধ্যে পার্থক্যের অঙ্গীকার হলো সালাত। যে সালাত ছেড়ে দেয়, সে কাফির হয়ে যায়।
আরও বলেছেন:
“মানুষ আর কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া।

সালাত ছেড়ে দেওয়ার পরিণতি: দুনিয়ায় দুঃখ-কষ্ট, আখিরাতে শাস্তি, শত্রুর মুখোমুখি হলে পরাজয়। কারণ আল্লাহর সাহায্য আসে তাঁর দীনের আনুগত্যের মাধ্যমে। সালাত ছেড়ে দেওয়া মানে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হওয়া।
সালাত কায়েম করা, তা রক্ষা করা ও জামাতে আদায় করা হলো বিজয়, সাহায্য ও সুখের কারণ। যে জামাত থেকে পিছিয়ে গিয়ে ঘরে সালাত পড়ে, সে গোনাহগার এবং মুনাফিকদের সাথে সাদৃশ্য রাখে। তাই মুসলিমদের অবশ্যই জামাতে সালাত আদায় করতে হবে।
[ফাতাওয়া আল-দুরুস, প্রশ্ন : ৩৯৮৪]

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলেন:
আল্লাহ বলেন,
{وَلَوْ قَاتَلَكُمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوَلَّوُا ٱلۡأَدْبَارَ ثُمَّ لَا یَجِدُونَ وَلِیࣰّا وَلَا نَصِیرࣰا ۝ سُنَّةَ ٱللَّهِ ٱلَّتِی قَدۡ خَلَتۡ مِن قَبۡلُۖ وَلَن تَجِدَ لِسُنَّةِ ٱللَّهِ تَبۡدِیلࣰا}
“যদি কাফিররা তোমাদের সাথে যুদ্ধ করত, তবে তারা অবশ্যই পশ্চাদপসরণ করত। আর তারা কোনো সহায় ও সাহায্যকারী পেত না। এটি আল্লাহর পূর্বনির্ধারিত নিয়ম, যা আগে থেকেই চলে আসছে। আর তুমি আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন পাবে না।
[সূরা আল-ফাতহ : ২২-২৩]
যেখানেই কাফিররা প্রাধান্য পায়, তা মুসলিমদের গুনাহের কারণেই হয়ে থাকে, যা তাদের ঈমানকে দুর্বল করেছে। যখন তারা তাওবা করে এবং ঈমান পূর্ণ করে নেয়, তখন আল্লাহ তাদের সাহায্য করেন।
আল্লাহ বলেন:
{وَلَا تَهِنُوا۟ وَلَا تَحْزَنُوا۟ وَأَنتُمُ ٱلۡأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ}
“তোমরা দুর্বল হয়ো না, দুঃখ করো না। আর যদি তোমরা ঈমানদার হও, তবে তোমরাই শ্রেষ্ঠ।
[সূরা আলে ইমরান : ১৩৯]
আরও বলেছেন,
{قُلْ هُوَ مِنْ عِندِ أَنْفُسِكُمْ}
“বল: এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে।
[সূরা আলে ইমরান : ১৬৫]
[আল-জাওয়াব আস-সহীহ, ৬/৪৫০]

ইমাম ইবনু কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন,
যে ব্যক্তি নিজের নফসের বিরুদ্ধে প্রথমে জিহাদ করবে না—যাতে সে আল্লাহর হুকুম মানে এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে—সে বাহ্যিক শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে পারবে না।
কীভাবে সম্ভব, যে তার ভেতরের শত্রু—তার নফস—তাকে জয় করে নিয়েছে, সে বাহ্যিক শত্রুর মোকাবিলা করবে! তাই আগে নফসকে জিহাদ করতে হবে, এরপরই বাইরের শত্রুর মোকাবিলা সম্ভব।
[যাদুল মা‘আদ, ৩/৮-৫]

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ বলেন,
মুসলিমদের মধ্যে দুর্বলতা দেখা দিলে এবং শত্রুরা শক্তিশালী হয়ে উঠলে তা তাদের গুনাহ ও অন্যায়ের কারণেই হয়ে থাকে।
হয় তারা আল্লাহর ফরজ ইবাদতে অবহেলা করেছে, প্রকাশ্যে বা গোপনে।
অথবা তারা সীমালঙ্ঘন করেছে, প্রকাশ্যে বা গোপনে।
আল্লাহ বলেন,
{إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوْا۟ مِنكُمۡ يَوْمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّیۡطَـٰنُ بِبَعۡضِ مَا كَسَبُوا۟}
“যেদিন দুই বাহিনী মুখোমুখি হয়েছিল, যেসব লোক তোমাদের মধ্য থেকে পিছিয়ে গিয়েছিল, শয়তান তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পা ফসকাতে বাধ্য করেছিল।”
[সূরা আলে ইমরান : ১৫৫]
আরও বলেন,
{قُلْ هُوَ مِنْ عِندِ أَنْفُسِكُمْ}
“বল: এটা তোমাদের নিজেদের কাছ থেকেই এসেছে।
[সূরা আলে ইমরান : ১৬৫]
আল্লাহ আরও বলেন,
{وَلَيَنصُرَنَّ اللَّهُ مَن يَنصُرُهُۥۤۚ إِنَّ ٱللَّهَ لَقَوِىٌّ عَزِيزٌ (٤٠) ٱلَّذِينَ إِن مَّكَّنَّـٰهُمۡ فِى ٱلۡأَرۡضِ أَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتَوُا۟ ٱلزَّكَوٰةَ وَأَمَرُوا۟ بِٱلۡمَعۡرُوفِ وَنَهَوۡا۟ عَنِ ٱلۡمُنكَرِۗ وَلِلَّهِ عَـٰقِبَةُ ٱلۡأُمُور (٤١)}
“আর অবশ্যই আল্লাহ তাঁর সাহায্যপ্রার্থীদের সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী, পরাক্রমশালী। তারা হলো সেইসব লোক, যাদেরকে যদি আমি জমিনে ক্ষমতা দিই, তারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর কাছেই।
[সূরা আল-হাজ্জ : ৪০-৪১]
[মাজমূআ আল-ফাতাওয়া, ১১/৬৪৫]

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ IMG-20250920-WA0016
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a