06 November 2025 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ। কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী যশোর ৪ আসনের বিএনপির বাঘারপাড়া মনোনয়ন পেলেন ইন্জিনিয়ার আইয়ুব মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষে এমপি প্রার্থী হতে চান শীর্ষে হেভিওয়েট বাট্টাজোরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা! ২০২৫ এ ফলাফল সংক্রান্ত মত বিনিময় সভা! জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নির্বাচন করবেন এম. রশিদুজ্জামান মিল্লাত নারায়ণগঞ্জের ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নাম প্রকাশ আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে, ফ্রি চাউল বিতরণ অনুষ্ঠান, প্রবাস বাংলা মিডিয়ার কুয়েত কার্যকরী পরিষদ পূর্ণগঠন গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন। স্বামী সাব্বিরের নির্যাতনে, স্ত্রী মিম খুন! আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে শুভ উদ্বোধন, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম এর রাজশাহী সফর - হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত "জীবন" চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

নদী ভাঙ্গনে বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

নদী ভাঙ্গনে বিলীন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান

মো তুহিন মোল্লা, 
নড়াইল প্রতিনিধি:


নড়াইলের কালিয়া উপজেলার পারবিঞ্চপুর গ্রাম এলাকায় হঠাৎ করে নদী ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও কৃষক পরিবারগুলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পারবিঞ্চপুর বাজারের অন্তত ১০টিরও বেশি দোকানঘর এক রাতে ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় বাজার সংলগ্ন গাছপালাও ভাঙনের কবলে পড়ে। হঠাৎ দোকানঘর হারিয়ে ব্যবসায়ীরা এখন দিশেহারা। কৃষিনির্ভর পরিবারগুলোও পড়েছে চরম সংকটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত চায়ের দোকান মালিক দিলরুবা বলেন “ আমি একজন মহিলা হয়ে বছরের পর বছর ধরে এই চায়ের দোকান দিয়েই সংসার চালাতাম। দোকান নদীতে চলে যাওয়ায় এখন আর কোনো আয়-রোজগারের পথ নেই। ছেলেমেয়েদের কীভাবে খাওয়াবো সেই চিন্তায় দিন কাটছে।

মুদি, চা ও কসমেটিকসের দোকান মালিক আব্দুল কুদ্দুস বলেন “একসাথে সব কিছু হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।দোকানই ছিল আমার একমাত্র ভরসা। সবকিছু নদীতে বিলীন হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি। কোথায় যাবো, কী করবো বুঝতে পারছি না।

স্থানীয় বাসিন্দা শরিফুল শেখ জানান “প্রতিবছরই এখানে ভাঙন হয়। কিন্তু এবার এত ভয়াবহ হবে তা কল্পনাও করিনি। একরাতে পুরো বাজার ভেঙে গেছে। যদি স্থায়ী বাঁধ নির্মাণ না করা হয় তবে পুরো এলাকা নদীতে মিলিয়ে যাবে। মুদি দোকান মালিক নজরুল শেখ বলেন,এই দোকান থেকে যা আয় হতো তাই দিয়ে সংসার চলত। এখন দোকান হারিয়ে আমরা পথে বসেছি। ক্ষতিগ্রস্তদের জন্য কোনো ক্ষতিপূরণ বা পুনর্বাসনের ব্যবস্থা না হলে আমাদের বাঁচার উপায় নেই।

চা দোকান মালিক আতিয়ার মিনা বলে “ছোট্ট দোকান ছিল, সেটাই আমাদের পরিবারের ভরসা। নদী গিলে ফেলেছে দোকানটা। এখন আর কোনো কাজ নেই, পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। সরকার যদি দ্রুত সাহায্য না করে তবে আমাদের পথে বসতে হবে।

পুরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, এভাবে বাজার ভেঙে গেলে পুরো এলাকার অর্থনীতি ভেঙে পড়বে। শুধু বাজার নয়, রাস্তা, মসজিদ, স্কুলসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। সরকার যদি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না করে তবে অচিরেই পারবিঞ্চপুর বাজার মানচিত্র থেকে হারিয়ে যাবে।”

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজীৎ কুমার সাহা বলেন পুরুলিয়া্ ইউনিয়নে পার বিষ্ণুপুর বাজারে ভাঙ্গনের খবর শুনা মাত্রই অফিস থেকে প্রতিনিধি পাঠিয়েছি। সেখানে সার্বক্ষণিক খোজ খবর নিচ্ছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে ভা্ঙ্গন প্রতিরোধে যত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ IMG-20250920-WA0016
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a