বকশীগঞ্জ প্রতিনিধি আলীমজনু বাবু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত পোলিং এজেন্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন পোলিং এজেন্টদের দায়িত্ব, ভোটকেন্দ্রে করণীয়, আইনগত বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ভোটের দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে পোলিং এজেন্টদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ প্রশিক্ষণে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুল হাসান মাহবুব এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালনে আরও দক্ষ ও সচেতন হবেন এবং দলের পোলিং এজেন্টদের সঠিকভাবে প্রশিক্ষণ দিতে সক্ষম হবেন।
বিএনপি নেতারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দলীয়ভাবে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
এ জাতীয় আরো খবর...