নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
পারভিন আক্তার
আজ বৃহস্পতিবার বিকাল ৬ঘটিকায় নারায়ণগঞ্জ মহানগর জাকের পার্টির উদৌগে গোলাপ ফুল প্রীতিকের প্রার্থীর পক্ষে এক বিশাল মিছিল আয়োজন করে এতে অংশ নেয় জাকের পার্টির নারায়নগনজ মহানগর ছাত্রফ্রন্ট ও জাকের পার্টি মহিলাফ্রন্ট ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রফ্রট এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ মিছিলে অংশ গ্রহণ করে! মিছিল টি মহানগর ২২ নং ওয়ার্ড ও ২৩ নং ওয়ার্ড উইলসন রোড একরামপুর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন! মিছিল টি নেত্রীত্ব ছিলেন মহানগর জাকের পার্টির নেত্রীবৃন্দ!
এ জাতীয় আরো খবর...