আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে নাসিক ১১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর-২০২৫, শনিবার বিকালে তল্লা বড় মসজিদ চত্বর থেকে গণসংযোগ শুরু করে তল্লা, খানপুর, হাজীগঞ্জসহ ১১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে গণসংযোগ শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এসময় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক ও ১১ নং ওয়ার্ড সভাপতি হানিফ কবির বাবুল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, সদর থানা সহ-সভাপতি আলমগীর হুসাইন, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ১২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলতাফ হুসাইন, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, সাগর আহমদ, প্রমুখ।
পারভীন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনি।
এ জাতীয় আরো খবর...