ইউসুফ হোসেন,
নাটোর জেলা প্রতিনিধি:
'সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দূর্যোগ' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নাটোরের নলডাঙ্গায় দূর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার চত্বরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলীর নেতৃত্বে একটি চৌকস দল বিভিন্ন ভূমিকম্প ও অগ্নি নির্বাপন বিষয়ে সচেতনতা মূলক মহড়া দেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী জনাব,প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব হাসিবুল ইসলাম, কৃষি বিষয়ক কর্মকর্তা জনাব কিষোয়ার হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়।
তাং-১৩/১০/২০২৫
এ জাতীয় আরো খবর...