প্রবাস বাংলা মিডিয়ার কুয়েত কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন
আবু নাসের মহিউদ্দিন,
প্রকাশক,
গত ২রা নভেম্বর ২০২৫ কুয়েতের আব্বাসিয়া সিটি রেস্টুরেন্টে প্রবাস বাংলা মিডিয়া,কুয়েত এর ব্যবস্থাপনা সম্পাদক ও এইচডি টিভির কুয়েত প্রতিনিধি আবু নাসের মহিউদ্দিনের সভাপতিত্বে মন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবাস বাংলার নির্বাহী সম্পাদক ও সোনার বাংলা পত্রিকার কুয়েত প্রতিনিধি সাংবাদিক আমির হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন পাঠ করেন একুশে টিভির প্রতিনিধি আনোয়ার আকাশ।
প্রবাস বাংলা মিডিয়া কুয়েত এর সম্পাদক মন্ডলীর বৈঠকে ২০২৬-২৭ সালের সম্পাদক মন্ডলীতে সম্পাদক হিসেবে পুনঃ নির্বাচিত হন বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব আ ক ম আজাদ, নির্বাহী সম্পাদক নির্বাচিত হন আমির হোসেন মজুমদার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ জালাল উদ্দিন rtv, আবু নাসের মহিউদ্দিন SD TV, আনোয়ার হোসেন আকাশ-একুশে টিভি, ও মহিউদ্দিন মজুমদার। সম্পাদক মন্ডলীতে উপসম্পাদক হিসেবে নির্বাচিত হন মিজানুর রহমান - দৈনিক ভোরের সূর্যোদয়, মোঃ শাহ করিম, হাফেজ মোহা সাইফুল ইসলাম, এবং বার্তা সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আজগর হোসেন ও নবী উল্লাহ্।
উল্লেখ্য যে, কুয়েতে ২০০৫ সালে প্রতিষ্ঠিত প্রবাস বাংলা মিডিয়া প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে অবিচল গণমাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে।
প্রবাসীদের প্রতি মিডিয়া কর্মীদের দায়বদ্ধতা ও হলুদ মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখার আহ্বান, এবং একজন আদর্শবান সংবাদ কর্মী কখনো দু মুখী আচরণ করতে পারে না সত্য তুলে ধরা দায়িত্ব। আজ সত্য তুলে ধরার সাংবাদিক অভাব অর্থের কাছে বিক্রি হওয়া মানুষ কখনো সংবাদকর্মী নয় ওরা সমাজ জাতীর জন্য ভয়ংকর বিষাক্ত বিষ।
অবশেষে নৈশভোজে এর মাধ্যমে সভা সমাপ্তি হয়।
আজ রোজ সোমবার ৩ নভেম্বর ২০২৫ ইং.
এ জাতীয় আরো খবর...