ডেস্ক রিপোর্ট, এম ইমরান বিন ইসলাম,চট্টগ্রাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কর্ণফুলীর এস আর স্কয়ার কমিটি সেন্টারে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সঙ্গে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে গত জুলাইয়ের জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবি ঘোষণা করা হয়।
গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী। সঞ্চালনায় ছিলেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য অধ্যাপক নুরুল আমীন। বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা এবং মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।
বক্তারা বলেন, অবাধ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক পরিবেশ তৈরির আহ্বান জানান এবং ৫ দফা গণদাবি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা আরো বলেন, এই গণদাবী বাস্তবায়ন হলেই দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবে। অবশ্যই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হইবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে সংসদে প্রত্যেকটি দলের অবস্থান দৃঢ় মজবুত হইবে। বিশ্বের অন্তত ৫০ টিরও বেশি দেশে এ পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা চালু রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সরকার গঠন হইলে। কোন সরকার স্বৈরাচারি সরকার হিসেবে রূপান্তরিত হইতে পারবেনা। তখন সরকার হবে জনগণেরই সরকার।
এ জাতীয় আরো খবর...