মোঃ মানিক মিয়া , স্টাফ রিপোর্টার গাইবান্ধা।
ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ কর্মবিরতি পালন করেছে।
সারাদেশের মতো গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হয়েছে ।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষক সংগঠন নিজস্ব উদ্দ্যোগে এই কর্মসূচি পালন করেছে। সেই সাথে শিক্ষকদের দাবি মেনে না নিলে এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকগণ।
সুন্দরগঞ্জ উপজেলার ৯১টি বেসরকারি স্কুল ৪৫টি মাদ্রাসা, ১২টি কলেজ, এবং ১২ কারিগরি স্কুল ও কলেজ কর্মবিরতি পালন করেছেন।
বিভিন্ন পত্রিকা সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রতিয়মান হয়েছে।
উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির নেতা প্রধান শিক্ষক মো. ওবাইদুল হক চৌধুরী বলেন, যে সরকারের ক্ষমতায় এসেছেন, তাঁরাই বেসরকারি শিক্ষকদের সাথে বৈষম্য আচারণ করছেন।
আগে কখনো পুলিশ বাহিনী শিক্ষকদের গায়ে হাত দেয়নি।
অথচ অন্তবর্তীকালিন সরকারের সময় পুলিশ অন্যায়ভাবে শিক্ষকতের মারধারসহ গ্রেফতার করেন। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত অসম্মানজনক। আমাদের উচিত আন্দোলন চালিয়ে যাওয়া।
এ জাতীয় আরো খবর...