15 January 2026 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন এবিএম সিরাজুল মামুন নলডাঙ্গায় পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক নলডাঙ্গায় উপপ্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ মানুষ ধর্মকর্ম আদেশ অমান্য দেশ লেবাস প্রচার দুটি কথা নির্বাচিত হলে বেতন ও সরকারি সুযোগ-সুবিধা নেবেন না সিরাজুল মামুন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পূর্ব রূপসার আদর্শ মহল্লায় আলোচনা ও দোয়া বকশীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের মতবিনিময় অনুষ্ঠিত শব্দ দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের সচেনতায় গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান! সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ঢাকায় বিএনপি আয়োজিত পোলিং এজেন্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপসায় বিকুল নামে এক যুবককে গুলি করে হত্যা চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত বন্দর গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর সাথে এবিএম সিরাজুল মামুনের মতবিনিময়। নরসিংদী জেলা ছাত্রলীগের সেক্রেটারি শাহ জালাল আহমেদ শাওন দুবাই যাওয়ার পথে গ্রেফতার। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল চালক আলী আব্বাস নিহত নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ ৯ জন আটক অধ্যক্ষ মো: বজলুর রশিদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। ধামইরহাটে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী আটক ফ্রেন্ডস প্যানেল এর উদ্যোগে সামাজের দারিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের আয়োজন! নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

কুয়েত প্রবাসী সাংবাদিকদের মধ্যে বিভাজন কেন

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কুয়েত প্রবাসী সাংবাদিকদের মধ্যে বিভাজন কেন

আবু নাসের মহিউদ্দিন, 
কুয়েত প্রতিনিধি , 

কুয়েতে বসবাসরত তিন লক্ষের অধিক প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনপূর্বক প্রবাসীদের সমস্যার সমাধান কল্পে ও শ্রমবাজার, ভীসার উচ্চমূলের লাগাম টেনে ধরা, ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ দূতাবাস ও সরকারের নজরে প্রবাসীদের সুখ-দুঃখ সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে আশির দশক থেকে কুয়েতে সৌখিন সাংবাদিকতার কাজ শুরু হলেও,
২০০০ সাল থেকেই প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে বিভাজনের বিষয়টি লক্ষণীয় পর্যায়ে আসে। তবে বর্তমানে তা জটিল সমস্যার রূপ ধারণ করেছে। প্রবাসীদের মিডিয়া কর্মীদের বিভাজন নিরসনে বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া জরুরি এবং বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে জরুরী সংবাদকর্মীদের নিয়ে সমধানের পথ দেখিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি।

সাংবাদিকদের বিভাজনের কারণ কি বা কেন?
সংগঠন নিয়ে কোন্দল--কুয়েতে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের মধ্যে একাধিক সংগঠন রয়েছে। যেমন - বাংলা প্রেস ক্লাব কুয়েত, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত, প্রবাস বাংলা মিডিয়া, কুয়েত। এসব সংগঠনের মধ্যে নেতৃত্ব ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতা প্রায়শই বিভেদ সৃষ্টি করে। কিছু ক্ষেত্রে দেখা যায়, পূর্ববর্তী সংগঠন বিলুপ্ত করে নতুন সংগঠন গঠন করা হয়েছে, যা পুরনো সদস্যদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

ব্যক্তিগত স্বার্থ ও লোভ: অনেক সময় পেশাগত আদর্শের চেয়ে ব্যক্তিগত সুযোগ-সুবিধা বা অর্থনৈতিক লাভকে প্রাধান্য দেওয়া হয়।কিছু অর্থের জন্য নিজের নীতিকে বিক্রী করা এতে সাংবাদিকতার মূল লক্ষ্য, অর্থাৎ প্রবাসীদের কল্যাণ সাধন, ব্যাহত হয় এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। কিছু সাংবাদিকের বিরুদ্ধে ভিসা দালাল বা অন্যান্য অসাধু চক্রের পক্ষ নিয়ে কথা বলার  অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে, তেমনি ভিসা ও ওসাধু চক্রের সঙ্গে সাংবাদিকদের ওঠাবসা, আর্থিক সুবিধা ও উপটৌকন গ্রহণ করে এমন অভিযোগ দীর্ঘদিনের সোসাল মিডিয়ায়।
পেশাদারিত্বের অভাব- কিছু ক্ষেত্রে কিছু সাংবাদিকের মধ্যে পেশাদারিত্বের অভাব দেখা যায়, যার ফলে সংবাদে আকর্ষণ বাড়ানো ও ভাইরাল করার নেশায় বিকৃত তথ্য বা পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন করা হয়। তাতে প্রবাসে বাংলাদেশীদের সম্মান ক্ষুন্ন হয়, যা পক্ষান্তরে প্রবাসের শ্রমবাজার জটিলতায় ও সংকোচনে বিবর্জিত । এই ধরনের কর্মকাণ্ড অন্যান্য সৎ এবং পেশাদার সাংবাদিকদের থেকে তাদের দূরে সরিয়ে দেয় এবং আস্থা নষ্ট করে।

কমিউনিটি ও রাজনৈতিক কোন্দল-প্রবাসী সাংবাদিকরা অনেক সময় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক বা গোষ্ঠীগত কোন্দলের শিকার হন। তারা কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করলে অন্যান্য দলের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়, যা সামগ্রিকভাবে সাংবাদিক সমাজকে বিভক্ত করে।এমন দলীয়করণের সাথে সংযুক্ত হয়ে রাষ্ট্রের জন্য ভাল কিছু করা সম্ভব নয় তাই।

বিভাজন নিরসনে কিছু সম্ভাব্য উপস্থাপনা -

সাংবাদিকদের উদ্যোগে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি- সকল ধরনের মিডিয়ার সাংবাদিক সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে আসার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি করার ব্যবস্থা নিতে হবে। একাধিক নয় একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন থাকলে কোন্দল কমবে।

পেশাগত মান উন্নয়ন- সিনিয়র সাংবাদিক নিজ দায়িত্বে নবীন সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা জরুরি। যাতে তারা সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সম্পর্কে সচেতন হবে। তাছাড়াও নবীনগণ আনুগত্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শিখবে।

স্বচ্ছতা ও জবাবদিহিতা-সাংবাদিক সংগঠনের নেতৃত্ব ও কর্মকাণ্ডে স্বচ্ছতা আনতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য একটি নীতিমালা থাকা দরকার।

বাংলাদেশ দূতাবাস এর ভূমিকা-
নিরপেক্ষতা বজায় রাখা-দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাকেকে সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের প্রতি নিরপেক্ষ থাকতে হবে। কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি গুরুত্ব না দিয়ে সবার সঙ্গে সমান দূরত্ব বজায় রাখা উচিত।

ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম গঠনে উৎসাহিত করা- দূতাবাস একটি ঐক্যবদ্ধ সাংবাদিক ফোরাম বা অ্যাসোসিয়েশন গঠনের জন্য উভয় পক্ষকে উৎসাহিত করতে পারে। এই ফোরামের লক্ষ্য হবে, কুয়েতে বাংলাদেশি সাংবাদিকতার মান উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষা করা। দূতাবাস এই ফোরাম গঠনের প্রক্রিয়া এবং প্রাথমিক কার্যক্রমে সহায়তা দিবে।
দূতাবাস সাংবাদিকদের আচরণবিধি ও নীতিমালা প্রণয়ন করে দিয়ে তা বাস্তবায়নে সজাগ দৃষ্টি রাখলে, ভুয়া ও ভিত্তিহীন রাষ্ট্রের সম্মানহানিকর সংবাদ প্রচারের প্রবণতা কমবে।

বাংলাদেশ সরকার ও মূলধারার গণমাধ্যম-এর ভূমিকা:-
নীতিমালা তৈরি- প্রবাসে কর্মরত সাংবাদিকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা প্রয়োজন। এতে কারা সাংবাদিক হিসেবে কাজ করতে পারবে, তাদের যোগ্যতা কী হবে এবং কোনো অনিয়মের জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করে উল্লেখ করা থাকবে।

মূল গণমাধ্যমের তদারকি-প্রবাসে কর্মরত সাংবাদিকরা যে মূল গণমাধ্যমগুলোতে প্রতিবেদন পাঠান, সেই প্রতিষ্ঠানগুলোরও উচিত তাদের প্রতিনিধিদের কর্মকাণ্ডের ওপর নজর রাখা। কোনো প্রতিনিধি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

প্রবাসী কমিউনিটির ভূমিকা: প্রবাসীদের উচিত সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করা এবং অসৎ সাংবাদিকদের এড়িয়ে চলা। এতে ভালো সাংবাদিকরা উৎসাহিত হবেন এবং খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য একটি সামাজিক চাপ তৈরি হবে। গঠনমূলক সমালোচনা- কোনো সাংবাদিকের কাজে ভুল দেখলে বা কোনো অভিযোগ থাকলে তা ব্যক্তিগত আক্রমণ না করে গঠনমূলকভাবে তুলে ধরা উচিত। মিডিয়াকর্মীদের শ্রোতা ও পাঠকের মতামতের প্রতি আরো শ্রদ্ধাশীল ও সহনশীল হতে হবে।

ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা থাকলে প্রবাসে বাংলাদেশী সাংবাদিকরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বিভাজন নিরসনে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নয় কোন সহিংসতা নয় কোন দলীয়করণ সংবাদকর্মীরা হবে রাষ্ট্রের জন্য একটি দর্পন, নিজের স্বার্থে নয় রাষ্ট ও জনগণের জন্য বিলিয়ে দিয়ে রয়ে যাবে আজীবন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ received-874219331633485
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a