06 November 2025 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ। কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী যশোর ৪ আসনের বিএনপির বাঘারপাড়া মনোনয়ন পেলেন ইন্জিনিয়ার আইয়ুব মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষে এমপি প্রার্থী হতে চান শীর্ষে হেভিওয়েট বাট্টাজোরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা! ২০২৫ এ ফলাফল সংক্রান্ত মত বিনিময় সভা! জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নির্বাচন করবেন এম. রশিদুজ্জামান মিল্লাত নারায়ণগঞ্জের ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নাম প্রকাশ আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে, ফ্রি চাউল বিতরণ অনুষ্ঠান, প্রবাস বাংলা মিডিয়ার কুয়েত কার্যকরী পরিষদ পূর্ণগঠন গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন। স্বামী সাব্বিরের নির্যাতনে, স্ত্রী মিম খুন! আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে শুভ উদ্বোধন, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম এর রাজশাহী সফর - হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত "জীবন" চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত

দুর্গাপুর আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪


মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী,


বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী–৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের ৩১ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন সম্ভব হবে।
তিনি বলেন, “এই কর্মপরিকল্পনাই গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি সত্যিকার জনবান্ধব রাষ্ট্র গঠনের দিশা দেখাবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি আগামীতে সরকার গঠন করলে এই ৩১ দফা বাস্তবায়ন করা হবে।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে দেশ ও দেশের বাহিরের সকল ফ্যাসিবাদী ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই।”
নির্বাচন নিয়ে চলমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, “দেশে নির্ধারিত সময়ে নির্বাচন না হওয়ার জন্য একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তথাকথিত পিআর পদ্ধতির অজুহাতে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তের চেষ্টা চলছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা ফেব্রুয়ারিতেই নির্বাচন সুনিশ্চিত করা। নির্ধারিত সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের মারাত্মক সংকট কাটিয়ে ওঠার এটাই একমাত্র পাথেয়। 
তিনি আরও বলেন, “যারা নির্বাচন বিলম্বিত করার নীলনকশা আঁকছেন, জনগণ তাঁদের প্রতিহত করবে। এ নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়া নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একমাত্র পথ। তাই যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে ফেব্রুয়ারির নির্বাচন নিশ্চিত করতে হবে।”
পরিশেষে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের কান্ডারীর কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ঝালুকা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফয়জুল ইসলাম। সঞ্চালনা করেন বিএনপি নেতা সারোয়ার হোসেন। 
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, জেলা যুবদলের সদস্য খোদাবক্স, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য নাজমুল গনি পিন্টু, মিজানুর রহমান মিজান, আব্দুল কাদের, দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আরমান আলী, বিএনপি নেতা শামসুল ইসলাম, যুবদলনেতা মোজ্জাফর, সিহাব আলী, এন্তাজ, সালাউদ্দিন, ঝালুকাইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পুঠিয়া পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারন নারী অংশগ্রহণকারীর উপস্থিতি সভায় সকলের নজর কারে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ IMG-20250920-WA0016
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a