ক্রীড়া প্রতিনিধি: ঢাকা
আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে ৬৯তম ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার—যেটি একসময় নিয়ে গোটা বিশ্ব উত্তেজনায় ফেটে পড়ত! কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, এবারের ব্যালন ডি’অরকে ঘিরে নেই সেই আগের মতো হ
কারণ শর্টলিস্টে নেই ফুটবল ইতিহাসের দুই মহাতারকা—Lionel Messi & Cristiano Ronaldo
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ব্যালন ডি’অর মানেই ছিল মেসি-রোনালদোর লড়াই।
কে জিতবে? কে রেকর্ড গড়বে?—এ নিয়েই ছিল ভক্তদের উন্মাদনা। আজ সেই অধ্যায় যেন শেষ হয়ে গেছে।
হয়তো নতুন কোনো নায়ক উঠবে সামনে,হয়তো অন্য কেউ প্রাপ্য অনুযায়ী হাতে তুলবে এই সোনালি ট্রফি..
তবুও ভক্তদের মনে রয়ে যাবে একটাই শূন্যতা—
এ জাতীয় আরো খবর...