kuwait প্রবাসী কে খুঁজে পেতে পরিবারের সবাই অস্তিত্বকর এক পরিস্থিতিতে আছে তিনি হলেন নাম,ইলিয়াস মিয়া
পিতা, খোরশেদ মোল্লা
স্থায়ী ঠিকানা-গ্রাম – সুজাপুর, থানা – লোহাগড়া,
জেলা -নড়াইল
ইলিয়াস মিয়া বিগত কয়েক বছর ধরে আব্দুল হামিদ কোম্পানিতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। গত বুধবার এম্বাসিতে কিছু কাজ থাকায় তিনি রুম থেকে বের হন। সেই রাতেই তার স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ আছেন এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
পরিবারের পক্ষ থেকে কুয়েতের ফরওনিয়া হসপিটাল, সাবা হসপিটাল এবং কয়েকটি স্থানীয় পুলিশ স্টেশনে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার চিন্তিত হয়ে আছেন তাই কুয়েত অবস্থানরত সকল প্রবাসীদের কাছে ইলিয়াস মিয়া খবর অথবা কেউ তার সম্পর্কে কোনো তথ্য পান, অনুগ্রহ করে নিচের নাম্বারে যোগাযোগ করুন,📞 লোকাল নাম্বার: 96093014
📱 ইমো/হোয়াটসঅ্যাপ: +965 9003 2351 (যোগাযোগ করুন ইমতিয়াজ হোসেন – হারানো ব্যক্তির (ছোট ভাই)
এ জাতীয় আরো খবর...