রূপগঞ্জে ব্যবসায়ীর ওপর হামলা ও ১০ লাখ টাকা চাঁদা দাবি
রূপগঞ্জে নিজস্ব প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। বাদী মোঃ খালেক (২৬), নারায়ণগঞ্জ এ মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে সেলিম (৩৭), শামীম (৩২), শরীফ (৪০), শাওন (১৯), কাদির (৬০) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে। মামলা নং- সি.আর./২০২৫।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী প্রাণ কোম্পানীর অলটাইমের পণ্য বিভিন্ন এলাকায় বিক্রি করেন। আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দেওয়ায় একাধিকবার প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
গত শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে বাদী রহমান মার্কেটে পণ্য বিক্রি করতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে। এসময় বাদীর কাছে পুনরায় ১০ লাখ টাকা দাবি করে এবং সঙ্গে সঙ্গেই টাকা না দেওয়ায় এলোপাতাড়ি মারপিট শুরু করে। বাদীকে রড, লাঠি ও হকিস্টিক দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর স্বজন ও সাক্ষীরা জানায়, হামলার পর থেকে বাদী ও তার পরিবার আসামিদের হুমকির কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হলে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়। পরে আদালতের আশ্রয় নেন বাদী।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৩৮০/৩৮৫/৪২৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বাদী আদালতের নিকট আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (W/A) ইস্যুর আবেদন করেছেন।
এ জাতীয় আরো খবর...