পারভীন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ।
নারায়ণগঞ্জের , ব্যাংক কলোনি, দানেশের বাড়ির ভাড়াটিয়া, মোহাম্মদ লুৎফর পিতা-বাদশা মিয়া, ও মদদাতা, ভান্ডারীর মেয়ে জামাই মোহাম্মদ জামাল সহ এলাকার কিছু যুবকের সহযোগিতায় , পীর ভাইয়ের নামে নাম বিক্রি করে ,দীর্ঘদিন যাবত, নারায়ণগঞ্জের বালুর মাঠের ফুটপাতে ব্যবসায়ী দের নিকট, দুর্গন্ধ পচা মরা মুরগি গরুর মাংস সহ কুকুরের মাংস সাপ্লাই দিয়ে আসছে,
তালাশ বিডি নারায়ণগঞ্জের টিম, দীর্ঘদিনের প্রচেষ্টায়,
অদ্য ২৫ শে অক্টোবর রোজ শনিবার, ভোর চারটার সময়, অটো গাড়ির মাধ্যমে, দুই বস্তা মাংস , মোঃ লুৎফর এর বাসায় নামানোর সময়, তালাশ বিডি প্রতিনিধি, তাদেরকে ধরে,
ট্রিপল লাইনের ফোনের মাধ্যমে আইনি সহযোগিতা চাইলে নারায়ণগঞ্জ থানা উক্ত বিষয়ে সহযোগিতা না করে, এটা ভোক্তা অধিকারের কাজ বলে, আমাদের আর কোন সহযোগিতা করেননি, আমরা ভোক্তা অধিকারের সহযোগিতা চাইলে তারা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানা,
আটকৃত মোহাম্মদ জামালকে উক্ত বিষয়ে জিজ্ঞাসা করলে, জামাল মিয়া জানান আইন প্রশাসক আমাদের হাতের মুঠে, তাই আপনারা থানায় যোগাযোগ করুন,
তাই মাননীয় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার কাছে আমাদের অনুরোধ, নারায়ণগঞ্জের বাসিকে, দুর্গন্ধ পচা ও বাঁশি মাংস খাওয়া থেকে বাঁচান, এবং তাদেরকে আইনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানাচ্ছি,
এ সকল পচাভাশি মাংস গুলি, নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠে ফুটপাতে তারা সাপ্লাই দিয়ে থাকে,
আর জনগণ এগুলি না জেনে তাহারা খেয়ে নানান ধরনের রোগে রোগাঙ্কিত হন,
নারায়ণগঞ্জ প্রাণ প্রাণকেন্দ্র, ডন চ্যাম্পার কাউন্সিলের অফিসের সামনে, প্রশাসনের নাকের ডগায়, এই ব্যবসা দীর্ঘদিন যাবত এই চক্র করে যাচ্ছে,
এ জাতীয় আরো খবর...