আল মাহামুদ প্রিন্স
খুলনা প্রতিনিধি
‘শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রবিবার (৫অক্টোবর) খুলনা শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও খুলনা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, তালীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ এএফএম নাজমুস সউদ, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম সরদারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা এসময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান।
এ জাতীয় আরো খবর...