মুহাম্মদ বোরহান উদ্দিন টুটুল, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝিওরী গ্রামের পূর্ব ঝিওরী এলাকায় নূরুল ইসলাম মাষ্টারের মিল ঘরের মাঠে এক জম জমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। পূর্ব ঝিওরী এফ সি একাডেমি।
গতকাল শনিবার রাত ৮টা ৩০ মিনিটে পূর্ব ঝিওরী এফ সি একাডেমির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অলিম্পিক ফুটবল ফাইনাল খেলা শুরু হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন দুই শক্তিশালী দল। মোজাম্মেল একাদশ বনাম আরিফ একাদশ। খেলায় নির্দিষ্ট সময়ে উভয় পক্ষের কেউ কারো জালে গোল দিতে পারে নাই। খেলা সমাপ্ত হয় ট্রাইবেকারে। ১-০ গোলে আরিফ একাদশকে হারিয়ে মোজাম্মেল একাদশ চ্যাম্পিয়ন হয়। রানার আপ হয় আরিফ একাদশ।
সাংবাদিক এম ইমরান বিন ইসলাম এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং বারখাইন ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিরাজ বিশিষ্ট ব্যবসায়ী, আনোয়ারা উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ফোরকান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক এম ইমরান বিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারা প্রেসক্লাব।
অতিথির বক্তব্যে বক্তারা বলেন,ফুটবল শুধু একটি খেলার নাম নয়, এটি আবেগ উত্তেজনা ও বিশ্বজননীয় ভালবাসার নাম। যা দলবদ্ধতা শৃঙ্খলা এবং শারীরিক ও মানসিক ফিটনেস বাড়াতে সাহায্য করে। এটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে একত্রিত করে। খেলা নিয়মিত খেললে হৃদপিণ্ড ও ওজন নিয়ন্ত্রণে রাখে। এই খেলা খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলা দলবদ্ধতা একাগ্রতা বাড়ায়। এই খেলার মাধ্যমে যুবকরা বিভিন্ন ধরনের সামাজিক অকার্যকল্পা থেকে বিরত থাকে। সুতরাং গ্রামের এই ধরনের ছোট ছোট খেলাধুলা থেকে জন্ম নেয় মেসি,নেইনারের মত খেলোয়াড়। এলাকায় ধরনের খেলাধুলা সব সময় চালু করা প্রয়োজন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল মোজাম্মেল একাদশকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি,সভাপতি ও স্থানীয় ব্যাক্তিবগ।
এ জাতীয় আরো খবর...