পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জ, রাসেল গার্মেন্টসের , থানা পুকুর পাড়ে নারায়ণগঞ্জের, জিএম এর পদত্যাগ দাবিতে, দীর্ঘ আট দিন যাবত, আন্দোলন করে আসছেন রাসেলের গার্মেন্টসের শ্রমিক বিন্দু,
তারে ধারাবাহিকতায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে, গার্মেন্টস শ্রমিক বিন্দু অবরোধ পালন করেন, তাদের দাবি রাসেল গার্মেন্টসে জিএম নারীর শ্রমিকদের অশ্লিং গালাগালি এবং তাদের শরীরের হাত দেওয়ার সহ বিভিন্ন কার্যকলাপ করে আসছে দীর্ঘদিন যাবত, তাই মালিকপক্ষকে উক্ত বিষয়ে অববাহিত করলে, মালিকপক্ষ তাদের দাবি না মেনে, হঠাৎ করে প্রতিষ্ঠানের তালা মেরে দেন প্রতিষ্ঠানের জিএম,
তাই তাদের দাবি, জিএম এর পদত্যাগ সহ পুনরায় গার্মেন্টস চালু করার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করিতেছেন।
জেলা প্রশাসকের নিকট, উক্ত বিষয়ে দাবি আদায় লক্ষ্যে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, ভুক্তভোগী গার্মেন্টস শ্রম িক নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর...