রূপগঞ্জ সাংবাদিক কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জ নিজস্ব প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা সাংবাদিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার (০৫ অক্টোবর) বিকালে রূপগঞ্জ থানা সংলগ্ন মঞ্জু মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কার্যালয়ের উদ্বোধন করেন। স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্য জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মমিনুল হক সরকার বলেন, গত ফ্যাসিষ্ট সরকারের আমলে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এখন সংবাদপত্রে সুদিন এসেছে এখন সাংবাদিকরা সত্য ঘটনা তুলে ধরতে পারছেন। তবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবাই প্রত্যাশা করে। গুজব বা বিভান্তিকর তথ্য নির্ভর সংবাদ রাষ্ট্র, প্রতিষ্ঠান, সমাজ কিংবা ব্যক্তিকে ক্ষতি করে, ভাবমূর্তি নষ্ট করে। তাই সাংবাদিকদের তথ্য যাচাই করে দেখা কিংবা ঘটনার পেছনের প্রকৃত তথ্য অনুসন্ধান করা উচিত। এরপর তা জনগণের মাঝে তুলে ধরতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে ও দেশকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
এ জাতীয় আরো খবর...