ইউসুফ হোসেন: নলডাঙ্গা (নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় আধুনিক ডেন্টাল চিকিৎসা সেবার লক্ষ্যে ইউশা ডেন্টাল কেয়ার–এর শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে নলডাঙ্গা পৌর বাজারস্থ ডাঃ মোঃ ইয়াছিন আলী সুপার মার্কেটের ২য় তলায় ফিতা কেটে ইউশা ডেন্টাল কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডেন্টাল কেয়ারে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ মোঃ রবিউল ইসলাম (বিডিএস), বিসিএস (স্বাস্থ্য), যিনি বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডেন্টাল সার্জন হিসেবে কর্মরত আছেন। তিনি জানান, প্রতি শুক্রবার তিনি ইউশা ডেন্টাল কেয়ারে নিয়মিত রোগী দেখবেন।
এছাড়াও প্রতিষ্ঠানে একজন ডিপ্লোমা চিকিৎসক নিয়মিতভাবে ডেন্টাল চিকিৎসা সেবা প্রদান করবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, সাংবাদিক ফরহাদ হোসেন, ডাঃ সানাউল্লাহ, মোঃ সিদ্দিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ জাতীয় আরো খবর...