নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা। ইউসুফ হোসেন
নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল এমরান খাঁন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমী আখতার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার আনছারী, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোঃ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ক কর্মকর্তা মোছাঃ রেহেনা পারভিন লিপি, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ আবু তাহের, জাতীয় যুব শক্তি নাটোর জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ কাজি আসিকুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভীন লিপি, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, এবং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত আলোচনায় বক্তারা সমাজে নারী নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অদম্য চার নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি দুঃস্থ মহিলা সমিতির ২২ জনকে মোট ৪ লাখ ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার আদর্শ বাস্তবায়নে নারীর শিক্ষা, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের যৌথ ভূমিকা প্রয়োজন।
এ জাতীয় আরো খবর...