জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লা চৌদ্দগ্রাম গুনবতী ইউনিয়ন সুরিকরা পূর্ব পাড়া নূরানী তাহ্ফিজুল কোরআন মাদ্রাসা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
সুরিকরা জামে মসজিদের মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল প্রধান মুফাসির হয়ে কুরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ড. হোসাইন শাহিন আল- আযহারী।।সার্ভে আমিন এম এ তৈয়ব এর সভাপতিত্বে তাফসিরুল মাহফিলে কুরআন ও হাদীস থেকে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা হাফেজ আব্দুর রহিম আল হোসাইনী। সুরিকরা পূর্ব পাড়া নূরানী তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার মোহতামিম মাওলানা মোজাম্মেল বিন জামাল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক প্রবাসী আরিফুর রহমান মজুমদার। জামায়াতে ইসলামীর গুনবতী ইউনিয়ন সেক্রেটারী ইকবাল হোসেন লিটনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তাফসির মাহফিল আয়োজকেরা জানান কুরআন হাদিসের আলোচনা শুনে আমল করার ও হেদায়াত হওয়ার উদ্দেশ্য এবং কুরআন হাদিসের আলোকে জীবনকে গড়ার লক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর...