মোঃ কুতুব উদ্দিন:ঢাকা
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ২ আসন এ ধানের শীষ মার্কা প্রতিক নিয়ে নির্বাচন করবেন কর্ণেল আব্দুল হক -
আজ ১৯ শে অক্টোবর কেরানীগঞ্জ এর আটিবাজার জয়নগর মাঠে, সকাল থেকেই প্রচারণা চালিয়েছেন কর্ণেল হক প্রেমী নেতাকর্মী গণ।
কর্ণেল আব্দুল হক বলেন আমি রাজনৈতিক মানুষ নই তবুও কেরানীগঞ্জবাসীকে চাঁদামুক্ত নেশামুক্ত এর সর্বপ্রকার শোষন মুক্ত করতে নির্বাচন এ অংশ নিতে চাই। দেশের মানুষের সহযোগিতা এবং মানুষ যদি পাশে থাকেন অবশ্যই দেশের মানুষের জন্যে,ধানের শীষে প্রতিক নিয়ে আসব ঢাকা ২ আসন এ। কেরানীগঞ্জ ঢাকা অন্মস্থান দেশের মানুষের পাশে থাকবেন কর্ণেল আব্দুল হক।
কেরানীগঞ্জ বাসী ভালো নেই এখনো দেশে চাঁদা নেয় এক শ্রেনীর অমানুষ সন্ত্রাসী নেশাখোর এর দলেরা।নেশামুক্ত চাঁদামুক্ত দেশ গড়তে হুলে অবশ্যই জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার আদর্শে চলতে হবে কাজ করতে হবে।
আজকের আলোচনায় বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মী অংশ নেন আরও উপস্থিত ছিলেন
বিশিষ্ট সমাজসেবক দানবীর গরীবের বন্ধু জনাব মোঃ মেহের আলী, মিন্টু, ঈদু,মেহেদী হাসান,আব্দুর রব আব্দুল আজিজ
এ জাতীয় আরো খবর...