তবে খুব সচরাচর উড়ন্ত হেড দিয়ে প্রতিপক্ষের জালে বল প্রবেশ করান না মেসি। চলতি মৌসুমে মেজর লিগে জিতেছেন গোল্ডেন বুট। ন্যাশভিল এসসির বিপক্ষে শনিবার ভোরে মাঠে নামার আগেই মেসির হাতে উঠে গোল্ডেন বুটটি। মিয়ামির মাঠেই এদিন ন্যাশভিলের জালে উড়ন্ত হেডে বল পাঠান আর্জেন্টাইন কিংবদন্তি।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের শুরুতেই ডি বক্সের মধ্য থেকে চোখ ধাঁধানো হেডে গোলে লিড এনে দেন মেসি। তাকে ক্রস থেকে বলটি পাস দেন লুইস সুয়ারেজ। ম্যাচে মিয়ামিও জেতে ৩-১ ব্যবধানে।
দীর্ঘ ক্যারিয়ারে হেডে মেসি গোল করেছেন ২৯টি। সবশেষ গোলটি করেছিলেন ১১ মাস আগে এমএলএস কাপের প্লে অফে। আর মিয়ামিতে আসার পর সব মিলিয়ে হেডে গোল করেছেন তিনটি।
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সব মিলিয়ে ৮৯১টি গোল করেছেন এই মহাতারকা। ৯০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আটবারের ব্যালন ডি’অরজয়ীর প্রয়োজন ৯ গোল।