পারভিন আক্তার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধ,
২৪শে সেপ্টেম্বর ২০২৫ সকাল অনুমানিক, আজ ঘটিকার সময়,
হত্যাকারী মাসুম মিয়া ২২, তাহার শ্বশুর মোহাম্মদ কাসেম মিয়াকে, মোবাইল ফোনে জানান, তাহার মেয়ে আত্মহত্যা করেছে,
মোঃ কাসেম মিয়া, তার বিতুর বাসায় জান, গিয়ে শুনতে পান তার মেয়ে ফাঁসি অবস্থায় রুমের ভিতরে ঝুলে আছে, তার জামাত মাসুম মিয়া পলাতক,
মাসুম মিয়া হাজিগঞ্জ, ছকিনা মঞ্জিল মোহাম্মদ ইমান উদ্দিন, হোল্ডিং নম্বর ৩০৪, থানা উপজেলা ফতুল্লা নারায়ণগঞ্জ ভাড়ায় থাকতেন,
বাড়িওয়ালা জান না দিয়া দেখতে পান যেহেতু ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছেন,
তখন তিনি ফতুল্লা থানায় অবহিত করিলে, থানা থেকে এসে লাশ নিচে নামানো হয়,
ফতুল্লা থানার এসআই বিভিন্ন তথ্যাবলী নিয়ে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় দেন,
মাসুদ মিয়া পিতা আবু বক্কর সিদ্দিক মাতা কুলসুম আক্তার, গ্রাম , চাঁদপুর উইথ ফ্লোটিং, পোস্ট অফিস, দোন্তি পাড়া কোটিয়া দা জেলা কিশোরগঞ্জ।
তিন বছর যাবত তারা সুন্দরভাবে ঘর সংসার করে আসছিলেন,
হঠাৎ করে কিছুদিন যাবত,
তার স্ত্রীর সাথে খারাপ আচরণ ও তার আত্মীয়-স্বজনের কে হুমকি দিতে থাকেন, তাহাজ্জের হিসেবে, আজ মাসীমিয়া নিজে তাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে বাসা থেকে পালিয়ে যায়।
উক্ত মাসুম মিয়ার বিরুদ্ধে, মেয়ের পিতা মোঃ কাসেম মিয়া বাদী হয়ে বাদী ,ফতুলা থানায় একটি মামলা দায়ের করেন।
এ জাতীয় আরো খবর...