আল মাহমুদ প্রিন্স, খুলনা
বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় রূপসার নৈহাটী ইউনিয়নের ১, ৩ ও ৮নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলালের নির্দেশনায় পৃথক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
নৈহাটী ইউনিনের রামনগর গ্রামে ১নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাদ আছর রামনগর মুজিবর মোড়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন দারুর রহমত জামে মসজিদের পেশ ইমাম ও মুয়াজ্জিন হাফেজ আঃ জলিল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী, মোল্লা খাইরুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মোল্লা, জেলা বিএনপি’র সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোল্লা জালাল উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিরুল ইসলাম তারেক, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লাভলু শেখ, জেলা জাসাসের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মামুন, হালিম হাওলাদার, বিএনপি নেতা মাহিদুজ্জামান খান, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুম সরদার ও যুবদল নেতা তৌহিদ শেখের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদল নেতা সোহাগ সর্দার, যুবদল নেতা দেলোয়ার হোসেন, রনি মোল্লা, সোহাগ সেখ, আবু তাহের, ওয়ার্ড নির্বাচন কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম রব্বানী প্রমুখ।
অপরদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় শুক্রবার বাদ আছর রূপসার ইলাইপুর দলিল উদ্দিন সড়ক চত্বরে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ ওহিদুল ইসলাম। বিএনপি নেতা মোঃ আদিপ শেখ ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমনের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য সাইফুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, রূপসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা এসএম মিজানুর রহমান, নৈহাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনায়েত হোসেন, নৈহাটী ইউনিয়ন কৃষক দলের সসদ্য সচিব মোঃ ফারুক হোসেন, যুবদল নেতা মোঃ সালমান শেখ, মোশাররফ হোসেন, মোঃ আনিস শেখ প্রমুখ। যৌথভাবে দোয়া পরিচালনা করেন বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহফুজ শেখ ও মোমিনবাগ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিকালে সাড়ে ৪টায় ৩নং ওয়ার্ড বিএনপি, সহযোগি ও অংগ সংগঠনের উদ্যোগে নৈহাটী ইউনিয়নের জাবুসা উত্তরপাড়া নিউ ফুডস সংলগ্ন মাঠে এ দোয়ার আয়োজন করা হয়। যুবদল নেতা খোকন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুর রহমান মোল্লা। প্রধান বক্তা ছিলেন নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ কবির শেখ, জাহিদুল ইসলাম রবি, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, এসএম মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন লিপন, মোঃ রাজু শেখ, আলফাজ শেখ, ইখতিয়ার শেখ, সামসুর রহমান, রবিউল মীর, সাজিন, রমিজ, রমজান, নাজমুল হাসান, মাসুম বিল্লাহ, মফিজ, সবুজ শেখ, মেহেদী হাসান, হাফেজ মাসুদ মীর, আবুল বাসার, শরিফুল ইসলাম, সোহেল, সালেক হাওলাদার প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি আবু সাঈদ মাহমুদী ও ক্বারী শফিকুল ইসলাম।
এ জাতীয় আরো খবর...