খুলনা প্রতিনিধি : আল মাহমুদ প্রিন্স
বিএনপি'র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা রূপসা উপজেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলালের নির্দেশনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ জোহর পূর্ব রূপসা সিএন্ডবি জামে মসজিদে এ দোয়ার আয়োজন হয়।
দোয়া পরিচালনা করেন মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি আনিসুর রহমান।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম-আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম৷, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও সার্স কমিটির সদস্য এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব ও সার্স কমিটির সদস্য দিদারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব ইউনুস গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আসাদুল ইসলাম বিপ্লব, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ও সার্স কমিটির সদস্য আমিরুল ইসলাম তারেক, রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ লাভলু শেখ, রূপসা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পিয়াস মুন্সী, বিএনপি নেতা সোলায়মান আনসারী, সাবেক ছাত্রদল নেতা বোরহান উদ্দিন দুলাল, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোঃ এজাজ শেখ, যুবদল নেতা মোঃ আরমাম শেখ, মোঃ ইয়াকিন, মিদুল সরদার প্রমুখ।
এ জাতীয় আরো খবর...