06 November 2025 | বঙ্গাব্দ | সময়ঃ
সংবাদ শিরোনাম :
নলডাাঙায় বি এন পির নির্বাচনী প্রচারণা ও মত বিনিময় সভা নাসিক ১৩ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ। কুমিল্লা ৬ আসনে মনোনয়ন যাদুতে মনিরুল হক চৌধুরী যশোর ৪ আসনের বিএনপির বাঘারপাড়া মনোনয়ন পেলেন ইন্জিনিয়ার আইয়ুব মুন্সিগঞ্জ ৩ আসনে ধানের শীষে এমপি প্রার্থী হতে চান শীর্ষে হেভিওয়েট বাট্টাজোরে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি অনুষ্ঠিত ময়মনসিংহ -৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনিত প্রার্থীর নাম ঘোষনা! ২০২৫ এ ফলাফল সংক্রান্ত মত বিনিময় সভা! জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নির্বাচন করবেন এম. রশিদুজ্জামান মিল্লাত নারায়ণগঞ্জের ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের নাম প্রকাশ আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে, ফ্রি চাউল বিতরণ অনুষ্ঠান, প্রবাস বাংলা মিডিয়ার কুয়েত কার্যকরী পরিষদ পূর্ণগঠন গাইবান্ধায় রেল ও সড়ক সেতুর দাবিতে মশাল কর্মসূচি পালন। স্বামী সাব্বিরের নির্যাতনে, স্ত্রী মিম খুন! আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে শুভ উদ্বোধন, নারায়ণগঞ্জ স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড, বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম এর রাজশাহী সফর - হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত "জীবন" চাঁদা না দেওয়ায়, মৌমিতা পরিবহনের সুপারভাইজার কে মারাত্মক জখম।

সোদি আরব কে এই নতুন গ্রান্ড মুফতী

দৈনিক পুনর্জাগরণ বিডি 24 ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪

কে এই নতুন গ্রান্ড মুফতী? 
যিনি শাইখ আবদুল আযীযের স্থলাভিষিক্ত হলেন আরেক কিংবদন্তি জ্ঞানের দিকপাল সৌদি আরব রাজ্যের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে শেখ সালেহ_বিন_হুমাইদকে নিয়োগ, যিনি প্রয়াত শেখ আব্দুলআজিজ_বিন_আবদুল্লাহ আল-শেখের স্থলাভিষিক্ত হবেন।

জীবনী:
মহামান্য শেখ ডঃ সালেহ বিন আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন হুমাইদ, সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য, মন্ত্রীর পদমর্যাদায় রাজদরবারের উপদেষ্টা এবং ১৪০৪ হিজরির রমজান থেকে গ্র্যান্ড মসজিদের ইমাম ও ধর্মপ্রচারক।

শেখ সালেহ বিন হুমাইদ ১৩৬৯ হিজরি (১৯৪৮ খ্রিস্টাব্দ) সালে কাসিম অঞ্চলের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন, যেখানে তিনি তার আনুষ্ঠানিক শিক্ষা (প্রাথমিক ও মাধ্যমিক) অর্জন করেন। তিনি তাঁর পিতা, তাঁর সম্মানিত শেখ আবদুল্লাহ_বিন_হুমাইদ (রহঃ) এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাঁর কাছ থেকে জ্ঞানের বিভিন্ন বিষয় , যার মধ্যে রয়েছে তাওহীদ , আইনশাস্ত্র এবং আরবি ভাষা। পনের বছর বয়সে, তিনি তাঁর পিতার সাথে মাধ্যমিক শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য মক্কায় চলে আসেন। এরপর তাঁকে ইরানে চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য পাঠানো হয়, যেখানে তিনি পাঁচ বছর পড়াশোনা করেন, তারপর শরিয়া অধ্যয়নের জন্য চলে যান।

মহামান্য তাঁর শিক্ষাগত অগ্রগতি অব্যাহত রাখেন যতক্ষণ না তিনি ১৪০২ হিজরীতে উম্মুল-কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্র এবং এর নীতিমালায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তাঁর ইমামতি:
দুই পবিত্র মসজিদের অন্যান্য ইমামদের মতো, শেখ সালেহ বিন হুমাইদ ১৪০৪ হিজরীতে গ্র্যান্ড মসজিদের ইমামতির দায়িত্ব না পাওয়া পর্যন্ত খুব বেশি মসজিদের ইমামতি করেননি। এরপর একই বছর তাকে গ্র্যান্ড মসজিদের সরকারী ইমাম এবং প্রচারক হিসেবে নিয়োগের জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করা হয়।

তাঁর পদ:
-১৪২১ হিজরি থেকে সৌদি আরব রাজ্যের সিনিয়র আলেমদের কাউন্সিলের সদস্য।

১৪২২ হিজরি থেকে শুরা কাউন্সিলের চেয়ারম্যান।- গ্র্যান্ড মসজিদে শিক্ষক এবং মুফতি।- সৌদি রাজদরবারের উপদেষ্টা।- মুসলিম ওয়ার্ল্ড লীগের ওয়ার্ল্ড সুপ্রিম কাউন্সিল অফ মসজিদের সদস্য।
-১৪২৮ হিজরি থেকে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের সাথে সম্পর্কিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সভাপতি।- আন্তর্জাতিক ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের শরিয়া কমিটির সদস্য।
-দার আল-হাদিস চ্যারিটির সুপ্রিম কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট।- বিচার বিভাগের উচ্চতর ইনস্টিটিউটের অধ্যাপক।
-মক্কা আল-মুকাররামার উম্মে আল-কুরা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক অর্থনীতি বিভাগের প্রাক্তন প্রধান।- উম্মে আল-কুরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ইসলামিক স্টাডিজ সেন্টারের প্রাক্তন পরিচালক। - উম্মে আল-কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া কলেজের প্রাক্তন ডিন।
শুরা কাউন্সিলের প্রাক্তন সদস্য। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যান। গ্র্যান্ড মসজিদ এবং নবীর মসজিদ বিষয়ক উপ-প্রধান নিযুক্ত।১৪২১ হিজরিতে একটি রাজকীয় ডিক্রি জারি করা হয়েছিল যাতে তিনি ১৪২২ হিজরি পর্যন্ত গ্র্যান্ড মসজিদ এবং নবীর মসজিদ বিষয়ক মহা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, এরপর তাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলাভিষিক্ত হন মহামান্য শেখ ডঃ সালেহ আল-হুসাইন (আল্লাহ তাঁর উপর রহম করুন) এরপর মহামান্য শেখ অধ্যাপক ডঃ আব্দুল রহমান আল-সুদাইস, যিনি আজও অব্যাহত আছেন। ১৪৩৭ হিজরিতে ইসলামের সেবার জন্য তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।

  >ড.মুহাম্মাদ সাইফুল্লাহ<

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ৯ Whats-App-Image-2025-09-28-at-21-25-44-b187979f
---------------------------------------------------------------------
বিজ্ঞাপন ২ IMG-20250920-WA0016
---------------------------------------------------------------------
৩ বিজ্ঞাপন Whats-App-Image-2025-09-28-at-21-25-46-e841052a