নিউজ ডেস্ক : সংগ্রহীত
২০১৩ সালে তুরস্কের ৪২ বছর বয়সী ইব্রাহিম ইউসেল ধূমপান ছাড়ার জন্য বেছে নেন এক অভিনব উপায়—নিজের মাথায় লোহার খাঁচা পরেছিলেন তিনি!
২৬ বছর ধরে দিনে দুই প্যাকেট সিগারেট খেতেন ইউসেল। কৈশোর থেকে শুরু হওয়া এই অভ্যাস একসময় জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। কিন্তু বাবার মৃত্যু—যিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান—তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তখন তিনি বুঝতে পারেন, তিনিও একই পরিণতির দিকে এগোচ্ছেন।
অসংখ্যবার চেষ্টা করেও যখন তিনি ধূমপান ছাড়তে ব্যর্থ হন, তখন এক অভিনব সিদ্ধান্ত নেন। মোটরসাইকেলের হেলমেট ও জেলের সেলের কাঠামো দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়ে ফেলেন এক লোহার খাঁচা, যা তার মাথাকে পুরোপুরি ঘিরে রাখে। খাঁচায় ছিল শুধু নিঃশ্বাস নেওয়া, পানি পান করা এবং স্ট্র দিয়ে অল্প খাবার খাওয়ার মতো ফাঁকা জায়গা।
প্রতিদিন সকালে তার স্ত্রী ও মেয়ে সেই খাঁচা তালাবদ্ধ করে দিতেন, আর চাবি রেখে দিতেন নিজেদের কাছে—যাতে ইব্রাহিম কোনোভাবেই এটি খুলতে না পারেন। এই অদ্ভুত পদ্ধতিই শেষ পর্যন্ত তার জন্য কাজ করে। লোহার খাঁচাটি হয়ে ওঠে তার আসক্তির বিরুদ্ধে এক বাস্তব দেয়াল।
ইব্রাহিম ইউসেলের এই ছবিগুলো দ্রুতই ছড়িয়ে পড়ে মিডিয়ায়, আলোচনার জন্ম দেয় আসক্তি থেকে মুক্তি পাওয়ার মনস্তাত্ত্বিক সংগ্রাম নিয়ে।
এ জাতীয় আরো খবর...