ইউসুফ হোসেন: জেলা প্রতিনিধি, নাটোর :
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় নৈশ প্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬ ইং) ইংরেজি নববর্ষ উপলক্ষে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে নলডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে নৈশ প্রহরীর দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম. জহুরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মোর্শেদ আলী, মোঃ ইলিয়াস হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমাজের নিরাপত্তা রক্ষায় নৈশ প্রহরীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শীতের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ জাতীয় আরো খবর...