সাদ্দাম হোসাইন বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন পদক্ষেপ,বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে যানজট নিরসন, বাল্য বিয়ে, ইভটিজিং, মাদক নির্মূলের চেষ্টা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয় রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা মানুষ ব্যাটারী চালিত অটোভ্যান সহ বিভিন্ন প্রকার গাড়ী চালায়, যার কারনে প্রতিনিয়তই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে, এমনকি অপ্রাপ্তবয়সের কিশোর কিশোরীরা মাদক সেবনে জরিয়ে পরছে, এতে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার অবনতি সহ সমাজে খুনখারাপি, ধর্ষন, লুটপাট, চাঁদাবাজি বেড়েই চলছে। এসব অন্যায় কাজ থেকে কিশোর কিশোরী ছেলে মেয়েদের ফিরে আনতে বাবা মায়ের সচেতনতার বিকল্প নেই।
সোমবার সকালে ২২ ডিসেম্বর বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হেলাল উদ্দিন, সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা নির্বাচন অফিসার রাহাত তানভীর, যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর...