ইউসুফ হোসেন :নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর -২০২৫) বাদ আসর নলডাঙ্গা পৌর বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে গায়েবানা জানাজা সম্পন্ন করা হয়। এই জানাজায় নলডাঙ্গা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। গায়েবানা জানাজা নামাজ শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্বাস আলী নান্নু, পৌর বিএনপির সাবেক সেক্রেটারী জাকির হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি আবু জাফর মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় আপোষহীন ভূমিকা ও দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। পরে গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন, নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সাবেক ইমাম মাওলানা কাওছার হামিদ।
এ জাতীয় আরো খবর...