বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: আলী মজনু বাবু
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোতালেব হোসেন সরকার,
বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আখতার হোসেন মাস্টার,
কৃষি বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু,
এবং ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম মন্ডল।
এ সময় ওয়ার্ড বিএনপির কর্মীরা ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার হবে। এই বার্তা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি।
এ জাতীয় আরো খবর...