টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ভালোবেসে তিন মাস আগে বিয়ে করে রেশমা খাতুন ও নাঈম ইসলাম।
বিয়ের এক মাস পর রেশমা খাতুন উ'প'ল'ব্ধি করেন তিনি তার ছোটবেলার বন্ধুকে অনেক ভালোবাসে।
এক মাস পর থেকে সেই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে এরপর তার সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।
এদিকে স্বামীকে ফোন করে বাবার বাসায় ডাকে রেশমা খাতুন।
দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে ঘু'রতে বের হয় তারা টাঙ্গাইলের ভু'য়াপুর এলাকার একটি চরে।
আগে থেকে ওত পেতে ছিল রেশমার প্রেমিক ও সঙ্গে তার আরওদুই বন্ধু।নাঈম কে সেখানে নিয়ে মেরে ফেলে।
তার লাশ চরের বা'লুতে লু'কিয়ে রাখে তারা।পরে স্বামীকে খুঁ'জে পাওয়া যাচ্ছে না বলে সবার কাছে প্র/চার করেন।
এই বিষয় থানায় জিডি করলে পুলিশ রেশমা খাতুন কি সবার আগে গ্রেফতার করে।
পুলিশের কাছে রেশমা খাতুন স্বীকার করে খুনের র'হ'স্য।
এমন ঘ'টনায় এলাকা জুড়ে শুরু হয়েছেন নানা আ'লোচনা, এলাকার মানুষ বলছে এই মেয়ের কঠিন শাস্তি হওয়া দরকার।।
এ জাতীয় আরো খবর...