দেবাশিষ কুমার দাস: জেলা প্রতিনিধি নওগাঁ
নওগাঁর পত্নীতলায় নজিপুর সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের লক্ষ্যে ১৫তম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী ১৫ জন ছাত্র-ছাত্রীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. বাদশা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. খালেদ হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আকতারুল ইসলাম এবং পত্নীতলা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেবসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং বিজ্ঞান শিক্ষায় আগ্রহ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ জাতীয় আরো খবর...