মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূলে দলের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে দলের কার্যক্রমকে জোরদার করার অংশ হিসেবে শুক্রবার সকাল ১০ ঘটিকায় এই সভা আয়োজিত হয়।
লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ। এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শের কথা তুলে ধরেন। তৃণমূলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও বেগবান করার জন্য নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
বক্তব্যে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের তৃণমূলকে গতিশীল করে তুলতে হবে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি প্রস্তুত হচ্ছে।
এ জাতীয় আরো খবর...