রংধনুর সাত রঙ বলে যত কথা
----ফারজানা মৃদুলা
লাল
আমার শাড়ির আঁচলে জ্বলজ্বলে লাল,
তোমার কথা এলেই হৃদয়টা অদ্ভুত উষ্ণ হয়ে ওঠে
মনে হয় এই রঙটাও যেন তোমাকেই ছুঁয়ে আছে।
কমলা
সূর্য ডোবার নরম আলোয়
খোপায় গুঁজে নিই একটা ফুল,
ভাবি,তুমি থাকলে হয়তো বলতেই,
কমলায় তুমি অদ্ভুত শান্ত লাগে
হলুদ
হলুদ শাড়ী, হলুদ টিপ
মনে পড়ে সেই দিন
তুমি বলেছিলে, “হলুদে তোমাকেই সবচেয়ে মানায়।”
সেই কথাটাই আজও আমার সকাল হয়ে থাকে।
সবুজ
নাকফুল, চুড়ি, কানের দুলে
একটুখানি সবুজ রাখি
তোমার উপস্থিতি সবসময়
আমাকে নতুন শুরুর মতো সাজিয়ে দেয়।
নীল
নীল আকাশের দিকে তাকালে মনে হয়
তুমিই আমাকে নিঃশব্দে ডাকছো
অভিমান ভাঙার জন্য নীলটাই যেন তোমার ভাষা।
আসমানি
এই রঙটা আমার চুপচাপ স্বপ্ন
যেখানে আমি আর তুমি
কথা না বলেও একে অন্যকে বোঝার মতো কাছে থাকি।
বেগুনি
অনামিকার আংটির রঙ
যেটা তোমার নাম ভেবেই পরতে চাই, সখা…
যদিও তুমি কিছু বলো না,
আমি জানি গল্পটা এখনো শেষ হয়নি।
প্রিয় সখা,
সাত রঙে সাজি,
টিপ পরি, দুলটা পড়ি,দর্পণে তাকিয়ে দেখি,
আর খোপায় রাখি একটা ফুল
সবই তোমাকে মনে রেখে।
তুমি কি আজো মনে রেখেছো
রংধনুর প্রতিটা রঙেই তুমি আছো?
এ জাতীয় আরো খবর...