উত্তরবঙ্গের বাউল রুমা আক্তার লালন বানীতে স্টেজ মাতালেন
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা
ফকির লালন শাহ এর ১৩৫ তম।তিরোধান অনুষ্ঠিত হয়ে গেলো গত রাত ১৯ শে অক্টোবর ২০২৫, লালন প্রতিবছরে ন্যায় লালন তিরোধান দিবস যথাযথ ভাবে পালিত হলেও এ বছর ব্যাতিক্রম ভাবেই পালিত হয়।
ঘটা করে এ বছরে বাংলাদেশ সরকারের ক' শ্রেনীভূক্ত ঘোষ্পনা সহকারে সরকারি তহবিল এ সকল দায়িত্ব সহ আইন প্রশাসন সহ সর্বপ্রকার দায়িত্ব পালন।করা হয়,৩ দিনের লালন তিরোধান।উৎসবের প্রতিদিন ই ফকির লালন শাহ এর বানী পরিবেশন হয়,বিভিন্ন জেলা থেকে আগত বাউল শিল্পী ফকির সাধু গুরুদের আগমন হয়,শেষের দিন হঠাৎ দেখা মিলেছে উত্তরবঙ্গের বাউল রুমা আক্তার তার সুরেলা কন্ঠে ভেসে উঠে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে " ফকির লালন শাহ এর অন্যতম বানী গেয়ে মাতালেন স্টেজ বাউল রুমা আক্তার,তিনি দীর্ঘ সময় ধরে অভিনয় গান জীবন অতিবাহিত করছেন, ঠাকুরগাঁও এর মেয়ে বাউল রুমা আক্তার তিনি নানা নানী এবং মায়ের অনুপ্রেরণা উৎসাহ নিয়ে বাউল শিল্পী জগতে পদার্পণ করলেও নিজের চেস্টার কমতি ছিলোনা।বাউল রুমা আক্তার গান বাউল জগৎ এ সূদুর পাড়ি জমাতে চান এবং মানুষের কল্যানে চলমান রাখবেন জীবন।
এ জাতীয় আরো খবর...