ঢাকা প্রতিনিধি : রাশেল আলম
রাজধানীর ধানমণ্ডির ডব্লিউ বি এতে ১২ সেপ্টেম্বর শুক্রবার গৃহসুখন মহিলা সমিতির ব্যতিক্রমধর্মী আয়োজন উদ্যমী নারী উৎসব ২০২৫" অনুষ্ঠিত হয়!
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
সভাপতিত্ব করেন গৃহসুখন মহিলা সমিতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রিমা জুলফিকার।
গৃহ সুখন উদ্যমী নারীর উৎসব ২০২৫
উদ্যমী নারী সম্মাননা-য় ভূষিত হন অগ্রযাত্রার ব্যবস্থাপনা পরিচালক এবং জনপ্রিয় সঞ্চালক ও সমাজকর্মী সিলেটের মেয়ে ফারজানা আক্তার মৃদুলা। যিনি নারী উদ্যোক্তা, সাংবাদিক ও সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এই সম্মাননা সুধু একজন ফারজানা মৃদুলার নয় বরং গোটা নারীর জাতির এগিয়ে চলার শক্তি ও সাহস হিসেবে সারা বাংলাদেশের নারীদের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত!
"প্রতিটি নারীর হাতে শক্তির আলো" স্লোগান উৎসবের মাধ্যমে সমাজে অবদান রাখা দেশের ৩২ জন মর্যাদাপুর্ন নারীদের কে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, বিশিষ্ট রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী ও মেহেরুননেছা করেন।
উৎসবে ছিল আনন্দঘন পরিবেশ, নারী মর্যাদা ও সম্ভাবনার অগ্রযাত্রার প্রতিক!
এ জাতীয় আরো খবর...