আবু ইউসুফ সোহাগ, কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার):
কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে নবাগত শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি’র কিশোরগঞ্জ পলিটেকনিক ক্যাম্পাস শাখার উদ্যোগে এবং জেলা শাখার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচি ছিল সংগঠনটির ২০২তম বিশেষ আয়োজন।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা উপস্থিত হয়ে প্রয়োজনীয় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। শিক্ষার্থীদের ফর্ম পূরণ তথ্য যাচাই ও অন্যান্য ভর্তি সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
ভর্তি সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সমন্বয়ক জনাব সজীব আহমেদ যোগাযোগ বিষয়ক সমন্বয়ক মো. এনায়েত হোসাইন, কিশোরগঞ্জ পলিটেকনিক ক্যাম্পাস শাখার সমন্বয়ক ইয়াসিন আরাফাত, সহ-সমন্বয়ক আরিফুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সমন্বয়ক আবির হোসেন স্বেচ্ছাসেবী সদস্য রাফাত মিয়া, সিয়াম ইসলাম'সহ অন্যান্য সদস্যরা। এ সময় জেলা শাখার সমন্বয়ক জনাব সজীব আহমেদ বলেন
বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ২০২তম বিশেষ কর্মসূচি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল নবাগত শিক্ষার্থীদের সঠিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করা। আমরা ফর্ম পূরণে সহায়তা করেছি এবং ভর্তি সংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর...