বকশীগঞ্জ প্রতিনিধি: আলী মজনু বাবু
জামালপুরের বকশীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ১১ নম্বর সেক্টরের ধানুয়া কামালপুর পাক-হানাদার মুক্ত দিবস উপলক্ষে ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
বক্তব্যে তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জাতীয় নেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর অসুস্থতায় দলমত নির্বিশেষে সবাই আন্তরিকভাবে দোয়া করছেন। আমরা তাঁর সুস্থতার পাশাপাশি দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করি।”
ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষিবিদ অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান শরীফ ইমুর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, মোতালেব হোসেন সরকার.পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদসহ বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ জাতীয় আরো খবর...