সাভার প্রতিবেদন মোঃ মনির মন্ডল।
বাংলাদেশের সাথে সুইজারল্যান্ড সরকারের সর্ম্পক অনেক ভালো জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের
রাষ্ট্রদূত রেটো রেংগলি। দুপুরে সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি এসময় আরও বলেন,বাংলাদেশের শ্রমিকরা দক্ষ পারিশ্রমিক তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে জানিয়ে তিনি আরও বলেন কারখানাটি পরিদর্শন করে অনেক ভালো লেগেছে পরিবেশ বান্ধব কারখানাটি উন্নত মানের জ্যাকেট তৈরি করে বিশ্বের অনেক দেশে রপ্তানী করছে বলেও বলেন তিনি। এসময় তিনি কারখানাটির শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সড়ক পথে কারখানাটিতে এসে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহিল নাকিব। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও সেখানে একটি গাছের চারা রোপন করেন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেডের সিনিয়র জিএম এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স খন্দকার মমতাজুল ইমাম,সিনিয়র জিএম ম্যাকেটিং মেহেদী হাসান,ডেব অব সাষ্টেইনেবলিটি মনোয়ার হোসেনসহ সুইজারল্যান্ড দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিংক-রেটো রেংগলি ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ।
এ জাতীয় আরো খবর...